Dawshom Awbotaar: প্রসেনজিতের জন্মদিনে অনুপমের কন্ঠে মুক্তি পেল নতুন গান 'আমি সেই মানুষটা আর নেই'
Dawshom Awbotaar New Song: এই গান মুক্তি নিয়ে প্রসেনজিৎ বলছেন, 'আমার জন্মদিনে মুক্তি পেল অনুপমের নতুন গান 'আমি সেই মানুষটা আর নেই'। অনুপম রায়ের আবার একটা দুর্দান্ত কাজ'
কলকাতা: পুজোয় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবি দশম অবতার (Dawshom Awbotaar)। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র জন্মদিনে মুক্তি পেল অনুপম রায়ের (Anupam Roy) গলায় ছবির নতুন গান 'আমি সেই মানুষটা আর নেই' (Aami Shei Manushta Aar Nei)।
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক স্বয়ং। এছাড়াও ছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), জয়া আহসান (Jaya Ahsaan) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাজির ছিলেন অনুপম রায় (Anupam Roy)-ও। একটি বিশেষ টি-শার্ট পরেছিলেন সবাই আর সেখানে ছিল নতুন ছবির বেশ কয়েকটি সংলাপ লেখা।
এই গান মুক্তি নিয়ে প্রসেনজিৎ বলছেন, 'আমার জন্মদিনে মুক্তি পেল অনুপমের নতুন গান 'আমি সেই মানুষটা আর নেই'। অনুপম রায়ের আবার একটা দুর্দান্ত কাজ। আশা করব দর্শকদের গানটা এবং গোটা সিনেমাটাই ভীষণ ভাল লাগবে।' জয়া বলছেন, 'সৃজিতের দশম অবতারকে যেন পরিপূর্ণতা দিয়েছে অনুপমের গান। 'আমি সেই মানুষটা আর নেই' গানটি এত মন ছোঁয়া... আর সিনেমার মেজাজের সঙ্গে ভীষণ ভালভাবে খাপ খেয়ে যায়।' অনির্বাণ বলছেন, 'এই ছবিতে কাজ করা আমার কাছে একটা খুব বড় পাওয়া। সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় অনুপম রায়ের গান দারুণ মানানসই। নতুন এই গানটা যেন আবার সেটাই প্রমাণ করে দিল।'
নিজের ছবির মিউজিক নিয়ে সৃজিত বলছেন, 'দশম অবতারের প্রত্যেকটা গানই ছবির ভাবকে মাথায় রেখে তৈরি। অনুপম রায়ের তৈরি করা অন্যতম সেরা গান এই 'আমি সেই মানুষটা আর নেই'। দর্শকদের কেমন লাগল জানার অপেক্ষায় রয়েছি।' আর খোদ গানের স্রষ্টা অনুপম রায় বলছেন, 'দশম অবতারের গান তৈরি করা আমার কাছে ভীষণ পরিতৃপ্তির অভিজ্ঞতা। এই কাজটা আমার মনেরও ভীষণ কাছের। মঞ্চে এই গানটি গাইতে পেরেও ভীষণ ভাল লেগেছে।'
সৃজিতের ‘দশম অবতার’ ছবিটির মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy)। '২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেই হয়েছে ছবির শ্যুটিং।
View this post on Instagram
আরও পড়ুন: Bengali Web Series: ডাকঘর, রাজনীতি, ইন্দু, বোধন.. রহস্য সমাধানে আসছে কোন কোন ওয়েব সিরিজের নতুন সিজন?