Sherdil: সৃজিত মুখোপাধ্যায়ের 'শেরদিল' ছবির মুক্তির দিন ঘোষণা
Sherdil Release Date: ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'শেরদিল'-এর মুক্তির দিন পোস্ট করেছেন।
মুম্বই: চলতি বছরের শুরুর দিকেই গীতিকার ও পরিচালক গুলজারের সঙ্গে ছবি শেয়ার করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) জানিয়ে দেন যে, তাঁর আগামী ছবি 'শেরদিল'-এর (Sherdil) জন্য গান রচনা করবেন কিংবদন্তি। স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বসিত হন অনুরাগীরা। আজ এই ছবির মুক্তির দিন ঘোষণা হল।
প্রকাশ্যে সৃজিত মুখোপাধ্যায়ের 'শেরদিল' ছবির মুক্তির দিন-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'শেরদিল'-এর মুক্তির দিন পোস্ট করেছেন। ছবির বেশ কয়েকটি স্টিল পোস্ট করে তিনি লিখেছেন, 'আগামী ২৪ জুন মুক্তি পাবে 'শেরদিল'। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারজয়ী সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, সায়নী গুপ্তা, নীরজ কবিকে। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং রিলায়েন্স এন্টারটেনমেন্ট।'<
>
আরও পড়ুন - Ankita-Prantik Updates: সদ্য শুরু নতুন জীবন, বৃষ্টি ভেজা দিন কীভাবে যাপন করছেন অঙ্কিতা-প্রান্তিক?
টলিউডে একের পর এক ছক্কা হাঁকানোর পর এখন বলিউডে ব্যাট করতে নেমেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেখানে তাঁর একের পর এক কাজ মুক্তির অপেক্ষায়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় গুলজারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়। লিখেছেন, 'আমরা তাঁকে বেশ ভয়ে ভয়ে ছবিটি পাঠিয়েছিলাম। এরপর তিনি যখন বললেন যে ছবিটি তাঁর পছন্দ হয়েছে এবং এটির জন্য লিখতে চান, তখন এল আমার পরবর্তী 'বাকেট লিস্ট' মুহূর্ত, আশা ভোঁসলের সঙ্গে কাজ করার পরে, দ্বিতীয়টি তৈরি হয়েছিল। গুলজারসাব শেরদিলের জন্য টাইটেল গান লিখছেন। এখন আমি শান্তিতে মরতে পারি।'