Taapsee Pannu: নেপোটিজম প্রসঙ্গে বিস্ফোরক তাপসী পান্নু
কখনও 'পিঙ্ক', কখনও 'বদলা'। আবার কখনও 'রশ্মি রকেট' কিংবা 'অ্যানাবেল সেতুপতি'। তাপসী পান্নু কাজ করেছেন বলিউডের তাবড় তারকা থেকে দক্ষিণী সুপারস্টারদের সঙ্গে।
মুম্বই: নেই কোনও গড ফাদার। নেই মাথায় কোনও বিশেষ মানুষের হাত। স্টার কিড না হয়ে নিজের দক্ষতায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন দর্শককে। শুধু হিট ছবিই নয়, ভিন্ন ধারার ছবি করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। একাধিক ছবিতে অন্য ধরনের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেপোটিজম নিয়ে মুখ খুললেন 'পিঙ্ক' অভিনেত্রী।
কখনও 'পিঙ্ক', কখনও 'বদলা'। আবার কখনও 'রশ্মি রকেট' কিংবা 'অ্যানাবেল সেতুপতি'। তাপসী পান্নু কাজ করেছেন বলিউডের তাবড় তারকা থেকে দক্ষিণী সুপারস্টারদের সঙ্গে। চরিত্র কেন্দ্রিক ছবি বেছে নেওয়া তাঁর পছন্দের। বিভিন্ন সাক্ষাৎকারে তাপসী বলে থাকেন যে, তিনি ছবিতে শুধুমাত্র নায়কের স্ত্রী কিংবা প্রেমিকা হিসেবে থাকতে চান না। তাই ঝুঁকিপূর্ণ চরিত্র বেছে নিতে পছন্দ করেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'লুপ লপেটা'। জার্মান ছবি 'রান লোলা রান'-এর অফিশিয়াল হিন্দি রিমেক এই ছবিটি। এই ছবির জন্যই এক সাক্ষাৎকারে তাপসী পান্নু কথা বললেন নেপোটিজম নিয়ে। জানালেন, কীভাবে তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছে নেপোটিজম।
আরও পড়ুন - Badhaai Do New Song: মুক্তি পেল 'বধাই দো' ছবির নতুন গান, হেসে খুন নেটিজেনরা
তাপসী পান্নু জানান, কেরিয়ারের শুরু থেকেই তাঁর সঙ্গে স্টার কিডদের তুলনা টানা হত। বিভিন্ন প্রযোজক পরিচালকরা তাঁর সঙ্গে স্টার কিডদের তুলনা করতেন। শুধু তাই নয়, তিনি স্টার কিড না হওয়ায় বেশ কিছু ছবি হাতছাড়াও হতে হয়েছে কেরিয়ারের শুরুতে। পরবর্তীতে তাই তাঁর মধ্যে জেদ তৈরি হয়ে যায় যে, তিনি এমন ধরনের কাজ করবেন, যাতে স্টার কিড না হওয়া সত্বেও পরিচালক প্রযোজকরা তাঁর সঙ্গে বারবার কাজ করতে চাইবেন। আর নিঃসন্দেহে সেই কাজটা করতে পেরেছেন তাপসী পান্নু। বিভিন্ন পরিচালক প্রযোজকদের প্রথম পছন্দের অভিনেত্রী হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন।