Taimur Ali Khan Birthday: জন্মদিনে আদরের টিমকে 'মাথা উঁচু করে এগিয়ে' যাওয়ার বার্তা মা করিনার
Taimur Ali Khan Birthday: করিনার পোস্টে তৈমুরকে শুভেচ্ছা জানিয়েছেন সোহা আলি খান, করিশ্মা কপূর, মাসাবা গুপ্তা, দিয়া মির্জা, নেহা ধুপিয়া ও আরও একাধিক টিনসেল তারকা। আপাতত করোনা আক্রান্ত করিনা কপূর খান।
নয়াদিল্লি: দেখতে দেখতে পাঁচটা বছর পার। জন্মে থেকেই পাপারাৎজিদের ক্য়ামেরা যে তারকা-পুত্রের দিকে তাক করা থাকে, তার আজ জন্মদিন। ঠিকই ধরেছেন। কথা হচ্ছে খুদে নবাব তৈমুর আলি খানের (Taimur Ali Khan)। সে আজ পাঁচ পেরিয়ে ছ'য়ে পা দিল। আদরের টিমের জন্মদিনে মিষ্টি একটি ভিডিও পোস্ট করলেন মা করিনা কপূর খান (Kareena Kapoor Khan)।
এদিন তৈমুরের সবে হাঁটতে শেখার একটি ভিডিো পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'তোমার প্রথম পদক্ষেপ তোমার প্রথম পতন... আমি এই মুহূর্তটা খুব গর্বের সঙ্গে রেকর্ড করেছিলাম। যদিও এটাা তোমার প্রথম বা শেষ পতন নয়, কিন্তু আমি একটা জিনিস খুব ভাল করে জানি... তুমি সবসময়েই নিজেকে ফের তুলে ধরবে, আরও বড় কদম রাখবে এবং মাথা উঁচু করে হেঁটে এগিয়ে যাবে...'।
তিনি আরও লেখেন, 'শুভ জন্মদিন, আমার হৃদস্পন্দন, আমার টিম টিম... তোমার মতো আর কেউ হয় না।'
View this post on Instagram
করিনার পোস্টে তৈমুরকে শুভেচ্ছা জানিয়েছেন সোহা আলি খান, করিশ্মা কপূর, মাসাবা গুপ্তা, দিয়া মির্জা, নেহা ধুপিয়া ও আরও একাধিক টিনসেল তারকা।
আরও পড়ুন: Gehraiyaan: প্রকাশ্যে ছবির নাম, দীপিকা-সিদ্ধান্ত-অনন্যা অভিনীত 'গহেরাইয়াঁ'র টিজার মুক্তি
প্রসঙ্গত আপাতত করোনা আক্রান্ত করিনা কপূর খান (Covid Positive)। পজিটিভ রিপোর্ট আসার পর নিজেকে হোম আইসোলেশনে রেখেছেন বেবো। কিছুদিন আগে পোস্ট করে জানান যে ছেলেদের না দেখতে পেয়ে তার বেশ মন খারাপ। যদিও উপসর্গ বিশেষ নেই বলেও জানান অভিনেত্রী।