এক্সপ্লোর
Advertisement
দেখুন: আলোকচিত্রীদের তৈমুর বলল, ‘নো’ , মা করিনা কপূর বললেন দীপাবলির শুভেচ্ছা জানাতে
টিনসেল টাউনের সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তান বোধহয় করিনা কপূর ও সইফ আলি খানের ছেলে তৈমুর। ইন্টারনেটে দুই বছরের এই শিশু বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তার ছবি ও ভিডিও অনেক সময়ই ভাইরাল হয়ে যায়। গতকাল তৈমুরকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে করিশ্মা কপূরের অফিসের বাইরে দেখা যায় করিনাকে। আসলে দীপাবলি উদযাপন করতে মায়ের সঙ্গে সেখানে এসেছিল তৈমুর।
মুম্বই: টিনসেল টাউনের সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তান বোধহয় করিনা কপূর ও সইফ আলি খানের ছেলে তৈমুর। ইন্টারনেটে দুই বছরের এই শিশু বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তার ছবি ও ভিডিও অনেক সময়ই ভাইরাল হয়ে যায়। গতকাল তৈমুরকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে করিশ্মা কপূরের অফিসের বাইরে দেখা যায় করিনাকে। আসলে দীপাবলি উদযাপন করতে মায়ের সঙ্গে সেখানে এসেছিল তৈমুর। মা ও ছেলে-দুজনের পরনেই ছিল গোলাপি রঙের পোশাক। তৈমুরের দুই হাতেই ছিল ফুলঝুরির প্যাকেট। সাধারণত তৈমুরকে হাসিখুশি মেজাজেই দেখা যায়। কিন্তু ওই দিনটা কিন্তু যেন একটু অন্যরকম।
আলোকচিত্রীরা যখন ছবি তুলছিলেন, তখন তৈমুরকে বলতে শোনা গেল ‘নো’। করিনা ছেলেকে দীপাবলির শুভেচ্ছা জানাতে বললেন। প্রথমটায় মেজাজ ভালো না থাকলেও পরে মায়ের শিখিয়ে দেওয়া কথায় দীপাবলির শুভেচ্ছা জানায় সে।
করিনা ও তাঁর মা ববিতা কপূর এবং দিদি করিশ্মা কপূর আলোকচিত্রীদের আবদার মেনে পোজ দেন।View this post on Instagram#TaimurAliKhan in phataka mood this Diwali #kareenakapoor 😱😱😘😍 #happydiwali #ManavManglani
করিনাকে আগামী সিনেমা ‘গুড নিউজ’-এ দেখা যাবে। এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী ও দলজিত দোসাঞ্জের মতো শিল্পী। আগামী ২৭ ডিসেম্বর এই সিনেমা মুক্তি পাবে। এছাড়াও ‘তখত’, ‘হিন্দি মিডিয়াম’ ও ‘লাল সিংহ চাড্ডা’-র মতো সিনেমা রয়েছে তাঁর হাতে।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement