Hoichoi Web Series: ফিরছে 'ফেলুদা', 'একেনবাবু', অনির্বাণ নিয়ে আসছেন 'তালমার রোমিও জুলিয়েট'
Bengali Web Series: চলতি বছরে ও আগামী বছর দর্শকদের জন্য কী কী উপহার আনতে চলেছে 'হইচই' ওয়েব প্ল্যাটফর্ম? এক ঝলকে দেখে নেওয়া যাক।
কলকাতা: 'হইচই' (Hoichoi)-এর বার্ষিক অনুষ্ঠান-এর সময়েই এরমধ্যে ঘোষণা করা হয়েছিল কিছু কিছু ওয়েব সিরিজের। তবে তা ছিল একেবারেই প্রাথমিক পর্যায়ে। বেশিরভাগ ক্ষেত্রেই জানা যায়নি, সিরিজগুলিতে কোন অভিনেতা অভিনেত্রীদের দেখা যেতে চলেছে। তবে ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়ে গিয়েছে সিরিজের কাজ। অধিকাংশ ক্ষেত্রেই শেষ হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং-ও। চলতি বছরে ও আগামী বছর দর্শকদের জন্য কী কী উপহার আনতে চলেছে 'হইচই' ওয়েব প্ল্যাটফর্ম? এক ঝলকে দেখে নেওয়া যাক।
তালমার রোমিও জুলিয়েট (Talmar Romeo Juliet)
ব্যোমকেশের পরে ফের একবার ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya)। আর তাঁর হাত ধরেই রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন দুই নতুন অভিনেতা অভিনেত্রী। সিরিজের নাম, 'তালমার রোমিও জুলিয়েট'। শেক্সপিয়ারের অমলিন 'রোমিও জুলিয়েট'-কে যদি এনে ফেলা যায় 'তালমা' নামের কাল্পনিক শহরে? কেমন হবে তাঁদের গল্পটা? জীবনের ওঠাপড়া মিলিয়ে প্রেম, প্রেমের বাইরেও জীবনযুদ্ধের গল্প বলবে 'তালমার রোমিও জুলিয়েট'।
ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর (Feludar Goyendagiri: Bhushawrgo Bhoyonkawr)
ফেলুদা, তোপসে আর জটায়ুর সেই ম্যাজিক রসায়ন ফের একবার ওয়েব সিরিজের পর্দায়। সৃজিত মুখোপাধ্যায় ফের একবার নিয়ে আসছেন ফেলুদার ওয়েব সিরিজকে। এবারের গল্প কাশ্মীরে। গল্পের নাম, 'ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর'। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং। ফেলুদার ভূমিকায় ফের একবার ম্যাজিক দেখাতে প্রস্তুত টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। ফের একবার ফিরে আসবে ফেলুদার নস্ট্যালজিয়া
পুরোপুরি একেন (Puro Puri Eken)
একেনবাবুকে ফের একবার ওয়েব সিরিজের পর্দায় নিয়ে আসছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। দীর্ঘ বেশ কয়েকটি সিজন ধরে একেনবাবুকে ওয়েব সিরিজের পর্দায় জীবন্ত করে তুলেছেন অনির্বাণই। তবে এবার তাঁর অ্যাডভেঞ্চার পুরীতে। এবারও একেনবাবু সমাধান করবেন এক খুনের রহস্য। জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydeep Mukherjee) পরিচালনায় এবার একেন আরও মজাদার আর রহস্য আরও জটিল।
নিখোঁজ ২ (Nikhoj 2)
প্রথম সিজন বেশ প্রশংসিত হয়েছিল। আর এবার 'নিখোঁজ ২' নিয়ে হাজির হচ্ছেন টোটা রায়চৌধুরী ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। একজন মায়ের তাঁর হারানো মেয়েকে খুঁজে পাওয়ার গল্প এই সিরিজ। কিন্তু এই ঘটনায় টোটার ভূমিকা কী? আদৌ কোনও ভূমিকা কি রয়েছে? রহস্যের জট খুলবে 'নিখোঁজ ২'-এ।
আরও পড়ুন: Atul Parchure Death: মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত অভিনেতা অতুল পারচূড়ে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।