Tamil Actor Vishal: সেন্সর বোর্ডের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তামিল অভিনেতার, মোদির কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি
Tamil Actor Vishal Accuses CBFC: সেপ্টেম্বরের ১৫ তারিখে মুক্তি পেয়েছিল এই ছবি। দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবিটি। বিশালের এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
কলকাতা: সেন্সর বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তামিল অভিনেতা বিশালের। তাঁর অভিযোগ, তাঁর নতুন ছবি মার্ক অ্যান্টনি (Mark Antony)-কে ইউএ সার্টিফিকেট দেওয়ার জন্য ৬.৫ লাখ টাকার ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি, নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার জন্য তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-কে এই ঘটনায় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।
অভিনেতা বিশাল অভিযোগ তুলেছেন, আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিশাল লিখেছেন, 'রুপোলি পর্দায় দুর্নীতির কথা শোনা যায়, কিন্তু বাস্তব জীবনে নয়। হজম হচ্ছে না। তাও যদি সেটা সরকারি অফিসে হয়, তাহলে তো আরোই মানতে পারি না। আর এমনই একটা দুর্নীতির ঘটনা ঘটেছে সেন্সর বোর্ডের মুম্বইয়ের অফিসে। আমার ছবি মার্ক অ্যান্টনি-র হিন্দি ভার্সনটির জন্য আমায় সাড়ে ৬ লাখ টাকা দিতে হয়েছে। দুই ভাগে আমায় এই টাকাটা দিতে হয়েছে। ৩ লাখ দিতে হয়েছে স্ক্রিনিংয়ের জন্য আর সাড়ে ৩ লাখ দিতে হয়েছে সার্টিফিকেট পাওয়ার জন্য। আমার কেরিয়ারে এমন অভিজ্ঞতা কখনও হয়নি। আজ আমার ছবি মুক্তির দিন ঠিক হয়ে গিয়েছিল। টাকাটা দেওয়া ছাড়া আমার আর কোনও উপায় ছিল না। আমি এই ঘটনার দিনে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর। আমি চাই না ভবিষ্যতে আর কোনও প্রযোজকের সঙ্গে এমন হোক। এটা উচিত নয়। আমি কেবল জানতে চাই, আমার কষ্টার্জিত অর্থ দুর্নীতির নামে কোথায় যাচ্ছে! আমার কাছে এই সমস্ত ট্রানজ্যাকসনের প্রমাণ রয়েছে। আশা করি, সত্য একদিন উদঘটন হবেই।'
সেপ্টেম্বরের ১৫ তারিখে মুক্তি পেয়েছিল এই ছবি। দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবিটি। বিশালের এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
#Corruption being shown on silver screen is fine. But not in real life. Cant digest. Especially in govt offices. And even worse happening in #CBFC Mumbai office. Had to pay 6.5 lacs for my film #MarkAntonyHindi version. 2 transactions. 3 Lakhs for screening and 3.5 Lakhs for… pic.twitter.com/3pc2RzKF6l
— Vishal (@VishalKOfficial) September 28, 2023
আরও পড়ুন: Raghav-Parineeti: পরিণীতির কণ্ঠ রাঘবের জীবনের নতুন 'সাউন্ডট্র্যাক', পোস্ট করলেন বিয়ের মিষ্টি ভিডিও