Kajol: 'আমি প্রেমে পড়েছি', মাকে সরাসরি এসে জানিয়েছিলেন কাজল! তারপর?
Kajol Love Story: কাজল নাকি সরাসরি তাঁর মা, তনুজাকে এসে বলেছিলেন, 'মা আমি প্রেমে পড়েছি।'

কলকাতা: তাঁদের বিয়ে হয়েছিল প্রেম করেই। আর এখনও বলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। কাজল (Kajol) আর অজয় দেবগণ (Ajay Devgan)। কিন্তু কীভাবে বাড়িতে প্রেমের কথা জানিয়েছিলেন কাজল? মায়ের কাছে গিয়েই বা কী বলেছিলেন? সদ্য প্রকাশ্যে এল সেই কথাই। আর সেই কথা মঞ্চে এসে বলেছেন খোদ কাজলের মা। তনুজা। কাজল নাকি প্রেমে পড়ার পরে প্রথম এসে জানিয়েছিলেন তাঁকেই।
কাজল নাকি সরাসরি তাঁর মা, তনুজাকে এসে বলেছিলেন, 'মা আমি প্রেমে পড়েছি।' তখন তনুজা তাঁর কাছে প্রথমেই জানতে চেয়েছিলেন, কার প্রেমে পড়েছেন কাজল? সেই উত্তর না দিয়ে কাজল বলেন, 'তোমার খালি ওর চোখটা দেখা উচিত মা...' উত্তরে তনুজা অধৈর্য্য হয়েই বলেন, 'কার চোখ দেখব?' উত্তরে কাজল বলেন, 'ওর নাম অজয়'। তনুজা তখন বলেন, 'কে অজয়?' কাজল উত্তর দেন, 'অজয় দেবগণ'। তখন তনুজা চিনতে পারেন। বলেন, 'ও বীরুজীর ছেলে। বীরুজী তো ভীষণ ভাল অভিনেতা। ভীষণ সুদর্শন, সুপুরুষ। আর ওঁর ছেলেও ভীষণ সুদর্শন, সুপুরুষ। বীরুজীর থেকেও।'
এর আগে, কাজল (Kajol) জানান, একটি সিনেমার শ্য়ুটিং সেটে অজয় দেবগণের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল তাঁর। তাঁদের সম্পর্কের মধ্য়ে যে বন্ধুত্বই সবথেকে গুরুত্বপূর্ণ একথাও জানান অভিনেত্রী। পাশাপাশি নিজের বিবাহিত সম্পর্কের কথা বলতে গিয়ে কাজল (Kajol) বলেন, প্রতিটি বিয়েতে উঠাপড়া থাকে। প্রতিদিন নিজেকে নতুন ভাবে জানতে চিনতে সাহায্য় করবে আপনার পার্টনার। প্রতিনিয়ত একে অপরের থেকে কিছু না কিছু শিখতে পারবেন।
তাঁর প্রথম ছবি ছিল 'ফুল অউর কাঁটে' (Phool Our Kaante)। আর এই ছবি মুক্তির আগেই নিজের নাম বদলে ফেলেছিলেন অজয়। তাঁর আসল নাম ছিল বিশাল দেবগণ (Vishal Devgan)। কিন্তু তাঁর ছবি মুক্তির একই সময়ে ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল মনোজ কুমারের পুত্রের। তাঁর নামও ছিল বিশাল। নিজের অনন্যতা বজায় রাখার জন্যই নিজের নাম বদলে অজয় করে নেন অভিনেতা। এরপর ২০০৯ সালে নিজের পদবির বানানও বদলে নেন অজয়।
একবার কাজল বলেছিলেন, অজয়কে বিয়ে করার জন্য একটি শর্ত রেখেছিলেন তিনি। কাজল বই পড়তে খুব ভালবাসেন। তাই অভিনেত্রীর দাবি ছিল, বাড়িতে একটি লাইব্রেরি বানিয়ে দিতে হবে কাজলকে। কথা রেখেছিলেন অজয়। মধুচন্দ্রিমার উপহার হিসেবে কাজলকে অজয় উপহার দিয়েছিলেন বাড়ির লাইব্রেরি।
আরও পড়ুন: Kamal Hassan: রাজ্যসভার সাংসদ হতে চলেছেন অভিনেতা কমল হাসান, সমর্থন করবে ডিএমকে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
