এক্সপ্লোর
নানা পাটেকরের কারণে সিনেমা ছেড়ে দেওয়ার পর তনুশ্রীর জায়গায় আসেন রাখি সাবন্ত, বলেন শরীরে কি হিরে বসানো যে ছোঁয়া যাবে না? অভিযোগ অভিনেত্রীর
মুম্বই: হর্ন ওকে প্লিজ ছবির সেই আইটেম সংয়ে নাচের সুযোগ তনুশ্রী দত্ত ছেড়ে দেওয়ার পর তা হস্তগত করেন রাখি সাবন্ত। সেটে এসে তনুশ্রী সম্পর্কে একাধিক আপত্তিকর মন্তব্য করেন তিনি। এমনকী এমনটাও বলেন, শরীরে সোনাদানা, হিরে বসানো আছে নাকি যে কেউ ছুঁতে পারবে না? সে দিনের কথা স্মরণ করে রাখিকে ধিক্কার জানিয়েছেন তনুশ্রী।
তনুশ্রী দত্ত অভিযোগ করেছেন, হর্ন ওকে প্লিজ ছবিতে তাঁর আইটেম ডান্সের সময় নানা পাটেকর তাঁকে অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করেন। এ নিয়ে আপত্তি তোলেন তিনি, তাতে এক রাজনৈতিক দলের গুন্ডাদের ডেকে এনে নানা ও কোরিওগ্রাফার গণেশ আচার্য তাঁকে চরম হেনস্থা করেন। এরপর ওই আইটেম ডান্স ছেড়ে দেন তনুশ্রী, তাঁর জায়গায় আনা হয় রাখি সাবন্তকে। রাখি এসেই তাঁর সম্পর্কে আপত্তিকর কথা বলতে থাকেন। বলেন, শরীরে কি সোনাদানা, হিরে বসানো থাকে যে কেউ ছুঁলে তা নষ্ট হয়ে যাবে?
তনুশ্রী বলেছেন, তাঁর জায়গায় রাখিকে নিয়ে আসাই তাঁর কাছে সব থেকে বড় অপমান। একজন মহিলা হিসেবে তাঁর রাখিকে কিছু বলার নেই কিন্তু মানুষ হিসেবে তিনি চাইবেন, তাঁর জায়গায় এমন কেউ আসুন, যাঁর মধ্যে একটু ভাল গুণ থাকে। তিনি বলেছেন, বিশ্বজুড়ে পুরুষরা মহিলাদের ক্ষমতায়নের জন্য এত কিছু করছেন। কিন্তু আমরা বুঝতেই পারি না, মহিলারা নিজেরাই কত অনায়াসে একে অপরকে ছোট করে থাকে।
দেখুন তনুশ্রীর জায়গায় রাখি আসার পর হর্ন ওকে প্লিজ ছবির সেই আইটেম নাচ
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement