Tapa Tini: সুরের জাদু! 'টাপা টিনি'-র তালে পা মেলাচ্ছে ক্যানসার আক্রান্ত খুদে
Tapa Tini: ক্যানসারে আক্রান্ত একরত্তি। সে হারার নয়.. ব্রেন ক্যানসারে আক্রান্ত পুটুস অসুস্থতাকে হারিয়ে পা মেলাচ্ছে 'বেলাশুরু'-র জনপ্রিয় গান 'টাপা টিনি'-তে।
কলকাতা: ক্যানসারে আক্রান্ত একরত্তি। দীর্ঘ চিকিৎসা, শীর্ণ চেহারা... রোগটা যেন প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করছে খুদের প্রাণশক্তিকে। কিন্তু সে হারার নয়.. ব্রেন ক্যানসারে আক্রান্ত পুটুস অসুস্থতাকে হারিয়ে পা মেলাচ্ছে 'বেলাশুরু'-র জনপ্রিয় গান 'টাপা টিনি'-তে।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছে ওই একরত্তির পরিবারের সদস্যরা। তবে সেই ভিডিও দেখে মন খারাপের সঙ্গে সঙ্গে মন ভালও হয়ে যায় বটে। নাকে, মাথায় নল লাগানো একরত্তি পুটুস অল্প অল্প নাচছে 'বেলাশুরু'-র জনপ্রিয় গান 'টাপা টিনি'- গানের সঙ্গে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, 'ওর নড়াচড়া বা অন্যান্য কাজ অনেক বেড়েছে। ওপর থেকে দেখলে অনেক বেশি সুস্থ মনে হচ্ছে ওকে। মনের খুশিতে ইনি বিনি টাপা টিনি র তালে নেচেই চলেছে। কাল আমরা দেখে অবাক হয়ে গেছি যে ও নাচের সময় পাও নাড়াচ্ছে, যেটা ও অনেকদিন করেনি।'
সদ্য মুক্তি পাওয়া ছবি 'বেলাশুরু'-র গান 'টাপা টিনি'-জনপ্রিয়তা লাভ করেছে ইতিমধ্যেই। ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া, মোবাইলের রিংটোন হয়ে উঠেছে নতুন গান 'টাপা টিনি'। এই গানের জনপ্রিয়তা এতই যে সচেতনতা প্রচারে এই গান ব্যবহার করবে ক্রাইম ইনভেস্টিগেসন ডিপার্টমেন্ট।
ইতিমধ্যেই বানিয়ে ফেলা হয়েছে দুটি পোস্টার। একটি পোস্টারে শ্রদ্ধা জানানো হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatillekha Sengupta)। তাঁদের ছবি ব্যবহার করা হয়েছে ছবিতে। সেইসঙ্গে লেখা হয়েছে, 'এইবার সাইবার ক্রাইম সতর্কতার 'বেলাশুরু' (Belashuru)। দ্বিতীয় পোস্টারে বানিয়ে ফেলা হয়েছে একটি কার্টুন যার নাম দেওয়া হয়েছে 'চিনি' (Chini)। সেই চিনি নাচ করছে টাপা টিনি'-র তালে। আর সেই কার্টুনই সচেতনতা প্রচারে পরিবর্তিত 'টাপা টিনি' গানটি গাইবে। সিআইডি-র এই উদ্যোগে খুশি শিবপ্রসাদও। তিনি বলছেন, 'আমরা আমাদের সিনেমার মাধ্যমে সমাজের এমন একটা কাজে জড়িয়ে থাকতে পেরে খুব খুশি। আশা করছি এই উদ্যোগ খুব ভালো প্রতিক্রিয়া পাবে।