Tasnia Farin: তাসনিয়ার নতুন ছবিতে এক 'অসময়'-এর গল্প, পরিচালনায় কাজল
Oshomoy: এই ছবিটির গল্প আবর্তিত হয়েছে তাসনিয়া ও রুনার চরিত্রকে ঘিরে। তাসনিয়ার চরিত্রের নাম উর্বি। ডাকার একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে এই ঊর্বি। একটি বেসরকারি কলেজ থেকে পড়াশোনা করে সে
কলকাতা: তিনি একজন ছাত্রী, কিন্তু তিনি নাকি যুক্ত একটি অপরাধী চক্রের সঙ্গে! মুক্তি পেল কাজল আরেফির অমি (Kajal Arefin Ome) পরিচালিত ওয়েব-ফিল্ম 'অসময়'। এই গল্পের মুখ্যচরিত্রে রয়েছেন তাসনিয়া ফারিন (Tasnia Farin) ও রুনা খান (Runa Khan)।
এই ছবিটির গল্প আবর্তিত হয়েছে তাসনিয়া ও রুনার চরিত্রকে ঘিরে। তাসনিয়ার চরিত্রের নাম উর্বি। ডাকার একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে এই ঊর্বি। একটি বেসরকারি কলেজ থেকে পড়াশোনা করে সে। পরিবারের আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও, বেসরকারি কলেজেই পড়াশোনা করে ঊর্বি। নতুন কলেজে এসে যেন জীবনের নতুন স্বাদ পায় ঊর্বি। নতুন বন্ধুত্ব থেকে শুরু করে প্রেমের সম্পর্কেও জড়ায় সে। বিলাসবহুল এক জীবনের খোঁজ পেয়ে যেন বদলে যায় ঊর্বির জীবন।
কিন্তু হঠাৎ বদলে যায় ঊর্বির এই জীবনযাত্রা। একটি চক্রে জড়িয়ে পড়ে সে। বন্ধুরা কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না তার দিকে। একটি চক্রে জড়িয়ে পড়ে জেলে যেতে হয় তাকে। কিন্তু আদৌ কি ঊর্বি দোষী? এই পরিবর্তনে তার পরিবারও তোলপাড় হয়ে যায়। বাবা-মা ভেঙে পড়ে, মেনে নিতে পারে না ঊর্বির এই জেলের জীবনযাত্রা। অন্যদিকে, জেলের মধ্যে বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় ঊর্বিকে। এই ছবিতে রুণাকে দেখা যাবে আইনজীবী এমিলি রহমানের ভূমিকায়। ঊর্বির হয়ে কেস লড়তে দেখা যাবে এই চরিত্রকে। এই ছবিকে সময়োপযোগী করে তৈরি করার চেষ্টা করেছেন, এমনটাই দাবি পরিচালকের।
১৮ জানুয়ারি, বঙ্গ ওয়েব সাইটে মুক্তি পেয়েছে এই ছবি। যে ট্রেলার মুক্তি পেয়েছে তাতে বারে বারে বলা হয়েছে, ছবির নামের কথা। 'অসময়'-এর কথা। কেবল একজন নারীর জীবন নয়, ছবিতে তুলে ধরা হয়েছে বর্তমান পরিস্থিতিতে। রাজনীতি থেকে শুরু করে দুর্নীতি, বিচারব্যবস্থা.. সবই যেন ছুঁয়ে গিয়েছে এই ছবি। দর্শকদের থেকে প্রশংসাও পেয়েছে এটি।
View this post on Instagram
আরও পড়ুন: Jaya Ahsaan: ভয় নয়, 'ভূত' হয়ে জয়া আহসান বলবেন এক ক্রাইম থ্রিলারের গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে