Dalljiet Kaur: ভালবেসে দগ্ধে মরা নয়, নিজের শর্তে বাঁচাই জীবন, প্রমাণ দিলেন অভিনেত্রী
Celebrity Wedding: দলজিতের দ্বিতীয় বিয়ে নিয়ে এই কৌতূহল নেহাতই তারকা বলে নয়। বরং জীবনে যে ঝড়-ঝাপটা পেরিয়ে এসেছেন তিনি, তার পর দ্বিতীয় বার নতুন জীবনে প্রবেশের এই সাহসকেই কুর্নিশ জানাচ্ছেন সকলে।
মুম্বই: প্রেম নাকি জীবনে একবারই আসে! ভালবাসার এই কেতাবি সংজ্ঞা ফুৎকারে উড়িয়ে দিলেন টেলি অভিনেত্রী দলজিৎ কৌর (Dalljiet Kaur)। দুর্বিসহ অতীত ভুলে নতুন জীবনে পা রাখলেন তিনি। দ্বিতীয় বারের জন্য বাঁধা পড়লেন সাতপাকে। তা-ও আবার ছেলে এবং সৎ মেয়েকে সাক্ষী রেখে (Celebrity Wedding)।
নিজেদের সন্তানকে সঙ্গে নিয়েই নতুন জীবনে পা রাখলেন
প্রবাসী ভারতীয় নিখিল পটেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দলজিৎ। নিখিলেরও এই নিয়ে দ্বিতীয় বিয়ে, দুই কন্যাও রয়েছে। নিখিল এবং দলজিৎ, নিজেদের সন্তানকে সঙ্গে নিয়েই নতুন জীবনে পা রাখলেন। এমনকি দলজিতের ছেলে জেডনের সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেও দেখা গেল তাঁকে।
তবে দলজিতের দ্বিতীয় বিয়ে নিয়ে এই কৌতূহল নেহাতই তারকা বলে নয়। বরং জীবনে যে ঝড়-ঝাপটা পেরিয়ে এসেছেন তিনি, তার পর দ্বিতীয় বার নতুন জীবনে প্রবেশের এই সাহসকেই কুর্নিশ জানাচ্ছেন সকলে। অতীত থেকে শিক্ষা নিয়েই, দলজিৎ এবং নিখিল পরস্পরকে আগলে রাখবেন বলে আশাবাদী তাঁদের পরিবার, বন্ধু-বান্ধব এবং অনুরাগীরা।
দলজিতের প্রথম স্বামী শালীন ভানৌত। ‘কুলবধূ’ সিরিয়ালে অভিনয় সূত্রে আলাপ পরস্পরের। ২০০৯ সালে ভালবেসে বিয়ে করেন তাঁরা। ২০১৪ সালে কোলে আসে ছেলে জেডন। কিন্তু ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন দলজিৎ। জানান, তাঁর উপর শারীরিক নির্যাতন চালাতেন শালীন। এমনকি গর্ভাবস্থায় শালীন একবারও তাঁর সঙ্গে ডাক্তারের কাছে যাননি বলেও অভিযোগ করেন দলজিৎ।
দলজিৎ আরও মারাত্মক অভিযোগ করে জানান, তিনি সি-সেকশন মারফত সন্তান প্রসব করতে চাইলেও, ডাক্তারদের প্রভাবিত করে শালীন তাতে বাধা দেন। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় টেলি দুনিয়ায়। মামলা-মকদ্দমা চলাকালীন প্রকাশ্যে ভেঙে পড়তেও দেখা যায় দলজিৎকে। শেষ মেশ আইনি বিচ্ছেদ হয় তাঁদের।
সম্প্রতি রিয়্যালাটি শো ‘বিগ বস’-এ অংশ নেন শালীন। সেখানে দলজিৎকে নিয়ে তাঁর মন্তব্যেও বিতর্ক হয়। অভিনেত্রী টিনা দত্তের সঙ্গে শালীনের সম্পর্ক নিয়ে যখন সরগরম চারিদিক, সেই সময় শালীন দাবি করেন, দলজিতের সঙ্গে তেমন কোনও ঝামেলাই হয়নি তাঁর। সাংসারিক খুঁটিনাটিকেই রং মাখিয়ে দেখানো হয়।
শালীনের এই দাবিতে মারাত্মক চটেন দলজিৎ। দাম্পত্য কালে শালীন মা-বাবার সামনেও তাঁর গায়ে হাত তোলেন, ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ করেন। এমনকি ছেলের সঙ্গেও শালীন সে ভাবে একাত্ম হননি কখনও, এই অভিযোগও তোলেন দলজিৎ। অতীতের সেই দুঃসহ অভিজ্ঞতা তাঁর বর্তমান জীবনেও প্রভাবিত করে বলে জানান।
নেপালে বেড়াতে গিয়ে দলজিৎকে বিয়ের প্রস্তাব দেন নিখিল
তবে নিখিলের সঙ্গে আলাপের পর ফের তিনি ভাল থাকার কথা ভাবতে পারছেন বলে জানান দলজিৎ। নেপালে বেড়াতে গিয়ে দলজিৎকে বিয়ের প্রস্তাব দেন নিখিল। ভারতীয় হলেও, লন্ডনে জন্ম তাঁর। ব্যবসার খাতিরে বর্তমানে নাইরোবিতে থাকেন। দলজিৎও ছেলেকে নিয়ে নাইরোবি পাড়ি দেবেন।