Telly Mashala: সন্ধ্যার সঙ্গে বিয়ে ঠিক হয় আকাশের, ফের একসঙ্গে থাকবে দীপা-সূর্য? বিনোদনের সারাদিন
Telly Mashala: সপ্তাহান্তে সেখানে আসতে চলেছে কী কী ট্যুইট? নজর রাখা যাক সাপ্তাহিক টেলি মশালায়।
![Telly Mashala: সন্ধ্যার সঙ্গে বিয়ে ঠিক হয় আকাশের, ফের একসঙ্গে থাকবে দীপা-সূর্য? বিনোদনের সারাদিন Telly Mashala: Akash is all set to get married with Sandhya, Is Surya and Deepa will be together again, watch telly mashala Telly Mashala: সন্ধ্যার সঙ্গে বিয়ে ঠিক হয় আকাশের, ফের একসঙ্গে থাকবে দীপা-সূর্য? বিনোদনের সারাদিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/07/0c638d07d16a58067e089fe0e0885cc5168872569150449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সপ্তাহ প্রায় শেষ। গোটা সপ্তাহ বাঙালির বৈঠকখানা জমিয়ে রাখে যে ধারাবাহিকগুলি.. সপ্তাহান্তে সেখানে আসতে চলেছে কী কী ট্যুইট? নজর রাখা যাক সাপ্তাহিক টেলি মশালায়।
হরগৌরী পাইস হোটেল
ভাস্কর গোটা পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করে ও সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ইতিমধ্যেই একটি জন্মদিনের পার্টি হরগৌরী পাইস হোটেলে আয়োজন করার অর্ডার পায় ঐশানী। এই অর্ডারটা আয়োজন করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় ঐশানীকে। ইতিমধ্যে গুণ্ডা খোকনের সঙ্গে ঐশানীর আলাপা হয়। ঐশানীর রান্না খেয়ে সে তাঁর প্রেমে পড়ে যায়। ঐশানীর হাতের রান্না যেন তাকে মনে করিয়ে দেয় তার মায়ের হাতের রান্না।
অনুরাগের ছোঁয়া
সোনা আর রূপাকে সঙ্গে নিয়ে দীপা এবার থেকে সেনগুপ্ত বাড়িতেই থাকবে সেই কথা ঘোষণা করে দেয় লাবণ্য়। নিজের দুই মেয়েরই দেখাশোনা করার দায়িত্ব নেয় রূপা। দীপা আর রূপা সেনগুপ্ত বাড়িতে আসে। সন্তানদের ভালোর জন্য দীপার বাড়িতে থাকা মেনে নেয় সূর্য। তাহলে কী আবার সূর্য আর দীপা এক ছাদের তলায় থাকবে?
এক্কা দোক্কা
অনির্বাণের বিয়ের একদিন আগে রাধিকা জানতে পারে, সেই কনে! অনির্বাণ আর রাধিকার বিয়ে হবে। কিন্তু তারপর? সেই উত্তর মিলবে ধারাবাহিকে।
সন্ধ্যাতারা
আকাশের ভালোর কথা ভেবে অভিযোগ তুলে নেয় সন্ধ্যা, কিন্তু আকাশের সন্ধ্যার প্রতি বিরক্তি ও ঘৃণা বাড়তে থাকে। সন্ধ্যা ভেঙে পড়ে। অন্যদিকে, বিজয়া সন্ধ্যার সঙ্গে আকাশনীলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, তারা ভাবে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সে আকাশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে নিজের গ্রামে ফিরে আসে। সেখানে ফিরে এসে তারা জানতে পারে, যে ছেলেকে সে ভালবাসে, সেই একটি ছেলেকে ভালবাসে তার দিদিও! সন্ধ্যা তারার কষ্ট বুঝতে পারলেও তার কারণ বুঝতে পারে না। আকাশের সঙ্গে তারা দেখা করে তাকে বলে, কখনও আকাশকে ভালই বাসেনি সে, কেবল টাইমপাস করছিল। রাগে-অভিমানে আকাশ সন্ধ্যার সঙ্গে বিয়েতে রাজি হয়ে যায়। আকাশ ও সন্ধ্যার বিয়ে ঠিক হয়ে যায়।
তুঁতে
তুঁতে জানতে পারে, রঙ্গনের বড় দাদা অভিষেকের নাম জড়িয়ে রয়েছে শিউলির রহস্যময় কেসের সঙ্গে। পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় তুঁতে। অন্যদিকে অভিষেক সৌমিলিকে বোঝানোর চেষ্টা করে, তুঁতে মিথ্যে মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সৌমিলি রঙ্গনকে বলে পরিবারের সম্মানরক্ষার্থে তুঁতেকে আটকাতে। রঙ্গন তার ভাই ও বৌদিকে বিশ্বাস করে ও তুঁতেকে অবিশ্বাস করে। তুঁতেকে পুলিশের কাছে যাওয়া থেকে আটকাতে তার সঙ্গে ভালবাসার ছলনা করে রঙ্গন। পরিবারের বিরুদ্ধে গিয়ে তুঁতেকে বিয়ে করতে চায় সে। কী হবে এরপর?
আরও পড়ুন: OTT Release: সপ্তাহান্তে ওটিটিতে এল ৩ বড় বলিউড প্রজেক্ট, কোনটা দিয়ে শুরু হবে binge watch?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)