OTT Release: সপ্তাহান্তে ওটিটিতে এল ৩ বড় বলিউড প্রজেক্ট, কোনটা দিয়ে শুরু হবে binge watch?
OTT Movie Release: প্রত্যেক সপ্তাহের মতোই এই সপ্তাহে অর্থাৎ আজ, ৭ জুলাই, মুক্তি পেয়েছে তিনটি বড় প্রজেক্ট। কী কী সেগুলো? কোথায় দেখতে পাওয়া যাবে? সমস্ত তথ্য রইল এখানে।
নয়াদিল্লি: যাঁরা সিনেমা দেখতে ভালবাসেন, অনেকেই সময়ের অভাবে বা স্রেফ পছন্দ করেই এখন মজেন ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release)। একাধিক প্ল্যাটফর্ম, প্রায় প্রত্যেক সপ্তাহেই কিছু না কিছু নতুন কন্টেন্ট। যে কোনও সিনেপ্রেমীর জন্য লোভনীয় ব্যাপার। প্রত্যেক সপ্তাহের মতোই এই সপ্তাহে অর্থাৎ আজ, ৭ জুলাই, মুক্তি পেয়েছে তিনটি বড় প্রজেক্ট। কী কী সেগুলো? কোথায় দেখতে পাওয়া যাবে? সমস্ত তথ্য রইল এখানে। উইকেন্ডে 'বিঞ্জ ওয়াচ' (Binge Watch) শুরু করবেন কোনটা দিয়ে, ঠিক করে নিন।
'আইবি ৭১' (IB 71)
ডিজনি প্লাস হটস্টারে ৭ জুলাই মুক্তি পেয়েছে 'আইবি ৭১'। মুখ্য ভূমিকায় বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal) অভিনয় করেছেন। তাছাড়া দেখা যাবে অনুপম খের, বিশাল জেঠওয়াকে। সঙ্কল্প রেড্ডি পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আগেই। এর ডিজিট্যাল মুক্তির স্বত্ব কেনে ডিজনি প্লাস হটস্টার। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর এক এজেন্টের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ভারতে ঘটতে চলা এক সন্ত্রাস হামলা রোখার কাজে সে ব্রতী।
'ব্লাইন্ড' (Blind)
সোম মাখিজা পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরানার ছবি 'ব্লাইন্ড' আসলে ২০১১ সালে মুক্তি প্রাপ্ত দক্ষিণ কোরিয়ার একই নামের ছবির রিমেক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিনায়ক পাঠক, সোনম কপূর আহুজা (Sonam Kapoor Ahuja) ও পূরব কোহলি। এক প্রাক্তন পুলিশ অফিসার, জিয়া, বোমাবাজির ফলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। সে অন্ধ হওয়া সত্ত্বেও বোমাবাজির পিছনে দুষ্কৃতীকে ধরতে বদ্ধপরিকর সে। তদন্ত করে সে জানতে পারে যে ওই দুষ্কৃতীর দল আরও এক নাশকতার ছক কষছে। ধীরে ধীরে সে এও বুঝতে পারে যে দৃষ্টিশক্তি না থাকলেও বাকি ইন্দ্রিয় দিয়ে সে 'দেখতে' পাচ্ছে। জিয়ার ভূমিকায় সোনমকে দেখা যাবে। এই সিনেমা ৭ জুলাই থেকে দেখা যাচ্ছে 'জিও সিনেমা'য়।
আরও পড়ুন: Vastu Shastra: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?
'তরলা' (Tarla)
পদ্মশ্রী প্রাপক, প্রখ্যাত শেফ তরলা দালালের জীবন কাহিনি থেকে তৈরি এই ছবি। নাম 'তরলা'। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন হুমা কুরেশি (Huma Qureshi)। কুকিং শোয়ের সঞ্চালিকা, ফুড কলামনিস্ট, রান্নার বইয়ের লেখিকা হিসেবে তরলা দালালের সফর তুলে ধরা হয়েছে এই ছবিতে। সাধারণ জীবন থেকে বেরিয়ে বড় কিছু করে দেখানোর ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার সফরও দেখানো হয়েছে ছবিতে। 'তরলা'ও ৭ জুলাই থেকে দেখা যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন