Telly Mashala: এবার গৌরীর সঙ্গী হবে তারা, গণপতি উদ্ধারে পর্ণার ছদ্মবেশ, নজরে টেলি মশালা
Telly Mashala: ছোটপর্দায় কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? চোখ রাখুন টেলি মশালায়
কলকাতা: ধারাবাহিক 'নিম ফুলের মধু'-তে মহাপর্ব। সোনার গণপতি কি উদ্ধার করতে পারবে পর্ণা? অন্যদিকে, গৌরীর সঙ্গে তাঁকে সাহায্য করতে এবার থেকে হাজির থাকবে ছোট্ট তারা। সপ্তাহের শুরুতে দেখে নেওয়া যাক ছোটপর্দায় কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? চোখ রাখুন টেলি মশালায় (Telly Mashala)।
নিম ফুলের মধু
নকল ঋষিকেশ রায় এসে নিয়ে যাচ্ছে গুপ্তধন অর্থাৎ সোনার গণপতির মূর্তি। গোটা দত্তবাড়ি তোলপাড় হয় যায় এই ঘটনায়। এই সময়ে, এক গুপ্তচরের মাধ্যমে পর্ণা খবর পায়, চিনাপট্টিতে বিক্রি হতে চলেছে এই মূর্তি। পর্ণা, সৃজন, মৌমিতা, অয়ন, অখিলেশ সবাই মিলে চিনের মানুষের মতো পোশাক পরে সাজে। ছদ্মবেশে পর্ণা আর তার দলবল কি পারবে গুপ্তধন উদ্ধার করতে? উত্তর মিলবে ধারাবাহিকে।
খেলনাবাড়ি
রণর গুলিতে মারা যায় ইন্দ্র। মিতুলের কাছে এই খবর পৌঁছনোর পরে, লাহিড়ি বাড়িতে রণচণ্ডী রূপে পৌঁছায় সে। রণ আর অনামিক তখন ব্যস্ত পার্টিতে। রাগে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে রণর দিকে গুলি চালায় মিতুল। এরপরে তাকে গ্রেফতার করে ইন্সপেক্টর অলোকনন্দ। এবার কী করবে মিতুল?
গৌরী এল
ধারাবাহিক 'গৌরী এল'-র গল্প এগিয়ে গিয়েছে ৫ বছর। আর এবার, বিপদের মুখে গৌরী আর একা নয়। সমস্ত বিপদে তার সঙ্গে হবে তারা। কে এই তারা? গৌরী আর ঈশান অর্থাৎ গৌরীর ডাক্তারবাবুর কন্যা। তারা নাকি এক্কেবারে গৌরীর মতোই। ঠাকুর দেবতায় খুব ভক্তি। কিন্তু তারও কি রয়েছে অলৌকিক ক্ষমতা? উত্তর মিলবে ধারাবাহিকে।
ফেরারী মন
পায়ে পায়ে ২০০ এপিসোজ পেরিয়ে গেল ফেরারী মন। ২০০ পর্ব কেক কেটে উদযাপন করলেন ধারাবাহিকের সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। ধারাবাহিকের গল্পে নজর রাখলে দেখা যাবে, তুলসীর মন পাওয়ার জন্য চেষ্টা করছে অগ্নি। তুলসীকে পছন্দ হয়েছে তাঁর। আর অগ্নির মধ্যে এই পরিবর্তন দেখে বেশ অবাক হচ্ছে তুলসী। তাদের অম্লমধুর প্রেমের গল্প এগোবে কোন পথে, সেই হদিশ দেবে ধারাবাহিক।
রাঙা বউ
ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র, মালবিকা। পাখির সঙ্গে বাড়িতে এসে সে সবাইকে জানায়, ৫ বছর আগে, রাঁচিতে তার সঙ্গে বিয়ে হয়েছিল কুশের। আর কুশকে মালবিকা চেনে রকি বলে। কিন্তু সেই কথা মানতে নারাজ কেউই। এমনকি গোটা ঘটনায় ভীষণ বিরক্ত কুশও। শেষে উপায় না দেখে মালবিকা পাখিকে তার ও কুশের বিয়ের প্রমাণ দেখায়। অবাক ও হতাশ হয়ে যায় পাখি। সিদ্ধান্ত নেয়, বাড়ি ছেড়ে চলে যাবে সে। তারপর?
আরও পড়ুন:Stress: মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি