Thank God box office: আরও পড়ল ব্যবসা, ৩ দিনে 'থ্যাঙ্ক গড' ছবির বক্স অফিস কালেকশন কত?
আশ্চর্য়জনকভাবে এই ছবি বক্স অফিসে একেবারেই মুখ তুলে দাঁড়াতে পারছে না। প্রথমদিন যে পরিমান ব্যবসা করেছিল এই ছবি। ক্রমশ ব্যবসার মাত্রা কমতে খাতছে।
মুম্বই: দীপাবলিতে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বলিউড ছবি 'থ্যাঙ্ক গড' (Thank God)। কমেডির ধাঁচে সমাজকে বার্তা দেওয়া এই ছবিকে ঘিরে প্রত্যাশা ছিল নির্মাতা থেকে দর্শকদের। বক্স অফিস কালেকশনে নজর কাড়তে পারে, এমন আশা করেছিলেন ছবির নির্মাতারা। কিন্তু আশ্চর্য়জনকভাবে এই ছবি বক্স অফিসে একেবারেই মুখ তুলে দাঁড়াতে পারছে না। প্রথমদিন যে পরিমান ব্যবসা করেছিল এই ছবি। ক্রমশ ব্যবসার মাত্রা কমতে খাতছে।
কত টাকার ব্যবসা করল 'থ্যাঙ্ক গড'?
ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ৩ দিনে এখনও প্রযন্ত মোট ১৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। প্রথম দুদিন তাও ১৪.১০ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু তৃতীয়দিন ব্যবসা আরও পড়ল। তৃতীয়দিন এই ছবি ৪ কোটি থেকে সাড়ে ৪ কোটি টাকার মতো ব্যবসা করেছে। প্রায় ২৫ শতাংশ পড়ে গিয়েছে এই ছবির ব্যবসা। দেশের নানা প্পান্তে এই ছবির ব্যবসা একএকরকম হয়েছে। যদি মোট ৫০ কোটি টাকারও ব্যবসা করতে হয় এই ছবিকে, তাহলে আগামী ৩ দিনে ২৫ কোটি টাকার মতো ব্যবসা করতে হবে।
আরও পড়ুন - Yash: প্রয়াত পুনীত রাজকুমারের স্মৃতিতে বিশেষ উদ্যোগ দক্ষিণী সুপারস্টার যশের
প্রসঙ্গত, 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগন (Ajay Devgn) অভিনীত চরিত্রের নাম ছিল 'চিত্রগুপ্ত' (Chitragupt)। ছবিতে দেখা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে এক রিয়েল এস্টেট ব্রোকার। সে চোখ খুলে দেখে যে সে স্বর্গে রয়েছে। সেখানেই তাকে একটা খেলা খেলতে বলা হয়। সেই খেলায় যদি সে জেতে তাহলে ফের সে পৃথিবীতে ফিরে যেতে পারবে। এই রিয়েল এস্টেট ব্রোকারের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মলহোত্র। অজয় দেবগনকে দেখা যাচ্ছে চিত্রগুপ্তর ভূমিকায়। যিনি মানুষের কর্মফল বোঝাচ্ছেন। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দেখা দেয় নানা বিতর্ক। দাবি তোলা হতে থাকে যে, 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগনের নাম চিত্রগুপ্ত রাখায় ভাবাবেগে আঘাত লেগেছে বহু মানুষের। আর তারপরই ছবির পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 'থ্যাঙ্ক গড' পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে জৌনপুর আদালতে মামলা দায়ের করেন জনৈক ব্যক্তি। ছবি মুক্তির আগে সমস্ত বিতর্কের মুখ বন্ধ করার জন্য নির্মাতারা অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম বদলে ফেললেন। ট্রেলারে দেখা গিয়েছিল যে, অজয় দেবগনের অভিনীত চরিত্রের নাম 'চিত্রগুপ্ত'। বদলে বর্তমানে নাম রাখা হয়েছে 'সিজি' (CG)।