(Source: ECI/ABP News/ABP Majha)
The Bengal Scam: রহস্যের সন্ধানে কিঞ্জলের সঙ্গে জুটি বাঁধছেন সোনামণি
The Bengal Scam Web Series: প্রথমবার 'হইচই'-এর সঙ্গে কাজ করছেন সোনামণি। প্রথমবার সোনামণির বিপরীতে পর্দায় দেখা যাবে কিঞ্জলকে।
কলকাতা: এই গল্প প্রেমের নয়, রহস্য, রহস্য উন্মোচন আর এক বিমা কোম্পানির। মুক্তি পেল অভিরূপ ঘোষ পরিচালিত হইচই (Hoichoi)-এর নতুন ওয়েব সিরিজ 'দ্য বেঙ্গল স্ক্যাম' (The Bengal Scam) বা বিমা কাণ্ড-র ট্রেলার। মুখ্যভূমিকায় রজতাভ দত্ত (Rajatabha Dutta), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), সোনামণি সাহা (Sonamoni Saha) ও অন্যান্যরা। ১১ নভেম্বর থেকে হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে এই সিরিজের।
হইচই সিজন সিক্সে ঘোষণা করা হয়েছিল ২৫টি ওয়েব সিরিজের। সেখানেই ঘোষণা করা হয়েছিল এই সিরিজের। প্রথমবার 'হইচই'-এর সঙ্গে কাজ করছেন সোনামণি। প্রথমবার সোনামণির বিপরীতে পর্দায় দেখা যাবে কিঞ্জলকে। এই সিরিজে নেতিবাচক ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। ট্রেলারে তাঁর মাউথ অরগ্যান বাজানোর দৃশ্য বেশ নজর কাড়ছে।
সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলার শেয়ার করে নেওয়া হয়েছে। ছোট্ট ট্রেলারে গল্পের আঁচ পাওয়া যাচ্ছে। একাধিক বিমা করানোর পরেই মৃত্যু হচ্ছে সেইসব ব্যক্তিদের। এটা কি সত্যিই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা? আর এর পিছনে যুক্ত রয়েছে টাকা লেনদেনের চক্র? বিমা কোম্পানির তরফে এই ঘটনার হদিশ খুঁজতে ঘটনাস্থলে যান কিঞ্জল ও সোনামণি। তারপরে সেখান থেকে বেরিয়ে আসে একের পর এক চমকপ্রদ তথ্য। বাকি গল্প দেখা যাবে ওয়েব সিরিজে।
আরও পড়ুন: Somraj Ayushi: সোমরাজ আয়ুষীর রসায়ন দেখা যাবে না বড়পর্দায়, ওটিটিতে মুক্তি পেল 'আম্রপালি'
View this post on Instagram