Ranveer Singh Update: রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-র প্রথম প্রতিযোগী কত টাকা জিতলেন?
'দ্য বিগ পিকচার'-র ঝাঁ-চকচকে সেট, উত্তেজক গেম ফর্ম্যাট তো রয়েছেই। এছাড়াও রয়েছে পাঁচ কোটি টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ।
মুম্বই : সদ্যই শুরু হয়েছে নতুন কুইজ শো 'দ্য বিগ পিকচার'। এই কুইজ শো দিয়েই টেলিভিশনে সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহের। এতদিন বড় পর্দায় দর্শকদের অভিনয় দিয়ে মন জয় করার পর এবার সঞ্চালক হিসেবে তিনি কতটা মন জয় করতে পারেন, তাই এবার দেখার। 'দ্য বিগ পিকচার'-র ঝাঁ-চকচকে সেট, উত্তেজক গেম ফর্ম্যাট তো রয়েছেই। এছাড়াও রয়েছে পাঁচ কোটি টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ।
আরও পড়ুন - Mahima Chaudhry Update: একজন অভিনেত্রী কাউকে ডেট করলে ইন্ডাস্ট্রি তাঁকে কীভাবে দেখত? বিস্ফোরক মহিমা চৌধুরী
গত শনিবার থেকে শুরু হয়েছে টেলিভিশনের নতুন কুইজ শো 'দ্য বিগ পিকচার'। প্রথম এপিসোডের শুরুতেই 'গালি বয়' তারকা কুইজ শো-র হোস্ট রণবীর সিংহ ধামাকাদার পারফর্ম করেন। এরপর রণবীর সিংহ বোঝান আমাদের দৈনন্দিন জীবনে ছবি অবদান কতটা। তিনি বলতে থাকেন, 'মা ভিডিও কলে বকা দেন। প্রেমিকা স্ন্যাপচ্যাটে নিজেকে কিউট দেখায়। সত্যিই আমাদের পৃথিবীটাকে বদলে দিয়েছে ছবি। তাই এই কুইজ শো-এর ক্যাচ লাইন 'তসবীর সে তকদির তক'।' একটা সুবর্ণ সুয়োগ ছবি দিয়ে নিজের ভবিষ্যৎকে বদলে ফেলার।
আরও পড়ুন - Salman Khan Career: 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সলমন খান?
এই কুইজ শোয়ের প্রথম প্রতিযোগী হিসেবে দেখা গেল সোনিপতের বাসিন্দা করিশ্মা তুরকে। তিনি পেশায় একজন কনস্টেবল। কুইজ শো-তে সবকটি লাইফলাইন হারিয়ে শেষ পর্যন্ত তিনি জিতলেন ২০ লক্ষ টাকা। এরপরই এপিসোডে এন্ট্রি হয় গোরক্ষপুরের অভয় সিংহের। তিনি শুধু একজন প্রতিযোগীই নন, রণবীর সিংহের একজন অনুরাগীও বটে। তিনি রণবীর সিংহের অভিনীত জনপ্রিয় চরিত্র রামের অনুরাগী। এসেছিলেন তাঁর মতোই গোঁফ রেখে। অভয় সিংহ আবেগতাড়িত হয়ে পড়েন যখন 'রামলীলা' ছবির গানে তাঁর সঙ্গে পা মেলান রণবীর সিংহও। ইতিমধ্যেই রণবীর সিংহের অনুরাগীদের কাছে 'দ্য বিগ পিকচার' আলোচনার বিষয় হয়ে উঠেছে। দেখা যাক, পাঁচ কোটি পুরস্কার মূল্যের এই নতুন কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে কিনা।