Junaid Khan: আমির খান পুত্র জুনেদের নতুন ছবিতে তোলপাড় নেটদুনিয়া
Bollywood News: জানা যাচ্ছে যশরাজ ফিল্মস ও ওটিটি প্ল্য়াটফর্ম নেটফ্লিক্সের যৌথ উদ্য়োগে একটি থ্রিলার সিরিজে অভিনয় করবেন জুনেদ।
কলকাতা: জুনেদ খান (Junaid Khan)। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে,প্যাস্টেল রঙের শার্ট আমির খান পুত্রর নতুন ছবিতে এইমুহূর্তে তোলপাড় নেটদুনিয়া। অনেকেই তাঁর মধ্য়ে আমির খানের (Amir Khan) ছায়া দেখতে পাচ্ছেন।
কেউ লিখেছেন, 'তুমি আমির খানের ছেলে! এই ছবিতে তুমি অনন্য।' একজন লিখেছেন, 'তোমার চেহারায় পরিবর্তন রীতিমত নজর কাড়ছে।', কেউ লিখেছেন,'তোমাকে আগের তুলনায় এখন অনেক বেশি সুন্দর দেখাচ্ছে।'
আরও পড়ুন...
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে যশরাজ ফিল্মস (Yashraj Films)ও ওটিটি প্ল্য়াটফর্ম নেটফ্লিক্সের (Netflix) যৌথ উদ্য়োগে একটি থ্রিলার সিরিজে অভিনয় করবেন জুনেদ। জুনেদ ছাড়া এই ছবিতে জয়দীপ আহলাওয়াত, শর্বরী এবং শালিনী পান্ডেও থাকবেন এবং এটি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা।
উল্লেখ্য়, একটি সাক্ষাৎকারে আমির খান জুনেদ সম্পর্কে বলেন,'জুনেদ ছবিতে অভিনয় করবে কিনা সেটা সম্পূর্ণ ওর ব্যপার। নিজের জীবন পরিচালনা করা এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া উচিত। আমি তার হতে এই সিদ্ধানত নিতে চাই না। আমি এটি তার উপর ছেড়ে দিয়েছি। জুনেদের অভিনয়ের প্রতি আগ্রহ আছে। সৃজনশীল জগতের প্রতিও ছোট থেকেই ওর ঝোঁক। তবে সিনেমার থেকে থিয়েটার করতে বেশি আগ্রহী সে। জুনেদ (Junaid Khan) খুবই উজ্জ্বল ও প্রতিভাবান। তাই নিজের পথ সে নিজেই খুঁজে নিতে পারবে।'
প্রসঙ্গত, বলিউডে জুনেদের পা রাখার আগে আমির বলেছিলেন,' বাবা হিসেবে আমি সবসময় ছেলেমেয়েদের স্বাধীনতা দিয়েছি যাতে তাঁরা যা যা হতে চায় তাই হতে পারে। আমার ছেলে কখনও আমার কাছে কাজ চায়নি। আমিও কখনও তাকে কাজের প্রস্তাব দিই নি। ও নিজেই বিভিন্ন ছবির জন্য কাস্টিং ডিরেক্টরদের কাছে গিয়েছে। ১৫ বারেরও বেশি প্রত্যাখ্যাত হয়েছে। অবশেষে ও নিজের জোরেই একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে। সদ্য ও শ্যুটিংও শেষ হয়েছে। আমি যদি চাইতাম আমার ছেলের জন্য কাজ খুঁজে দিতে পারতাম বা কাউকে বলতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। আমি বিশ্বাস করি যদি কারও নিজস্ব প্রতিভা থাকে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। যদি কেউ না কাজটা জানে, তাহলে কিছুই হবে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial