Jawan: 'জওয়ান'-র সাফল্য়ে শাহরুখকে বিশেষ বার্তা অক্ষয়ের, নবাবি উত্তর বলিউড বাদশার
Akshay on Jawan: ১১৯৭ সালে 'দিল তো পাগল হ্যায়' ছবিতে শাহরুখের সঙ্গে ছোট চরিত্রে স্ক্রিনভাগ করে নিতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে।
কলকাতা: 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু গোটা বিশ্ব। ইতিমধ্য়ে বিশ্বব্য়াপী ৫০০ কোটির বেশি আয় করে রেকর্ড তৈরি করেছে এই ছবি। আর এবার ছবির সাফল্য়ে শাহরুখের জন্য় বিশেষ বার্তা দিলেন বলিউডের খিলাড়ি। ট্য়ুইট করে অভিনেতা লিখলেন, 'জওয়ান ও পাঠানকে এই অভূতপূর্ব সাফ্য়লের জন্য় শুভেচ্ছা।' অক্ষয়ের ট্য়ুইটে জবাবে কী লিখলেন কিং খান? তিনি লেখেন, 'আপ নে দুয়া মাঙ্গি না হাম সব কে লিয়ে তো ক্যাসে খালি যায়েগি। তোমাকেও শুভেচ্ছা আর তোমার সুস্থ শরীরের কামনা করি খিলাড়ি। ভালবাসা।'
উল্লেখ্য়, ১১৯৭ সালে 'দিল তো পাগল হ্যায়' ছবিতে শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে ছোট চরিত্রে স্ক্রিনভাগ করে নিতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। এরপর ২০০৭ সালে 'ওম শান্তি ওম' ছবিতে ক্য়ামিও চরিত্রে অভিনয় করেন অক্ষয়।
আরও পড়ুন...
মাত্র পাঁচ দিনেই বিশ্বব্য়াপী ৫০০ কোটিরও বেশি আয় 'জওয়ান'-এর! তৈরি হচ্ছে নতুন রেকর্ড
উল্লেখ্য়, অক্ষয় কুমারের (Akshay Kumar) জন্মদিনে প্রকাশ্য়ে এল 'ওয়েলকাম ৩'-র প্রথম ঝলক। এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো অভিনেতারা রয়েছেন। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' (Welcome To The Jungle)। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হতে চলেছে এই ছবি (Welcome To The Jungle)। জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি (Comedy) ঘরানার ছবি হতে চলেছে এটি।
অন্য়দিকে, জওয়ানে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। এযাবৎকালের হয়ে আসা বাকি ছবিগুলির থেকে বেশ আলাদা শাহরুখের এই ছবি প্রসঙ্গত, এর আগে শাহরুখের পাঠান ছবির জন্য গোটা থিয়েটার বুক করে রেখেছিল কিং খানের ফ্যান ক্লাব। আর এবারেও ফিরল সেই ছায়া। অনুরাগীদের শুভকামনা তো আছেই সঙ্গে। তার উপর সম্প্রতি জওয়ান-এর সাফল্য কামনায় বৈষ্ণোদেবীর পর তিরুপতি মন্দিরে গিয়েছিলেন শাহরুখ খান। শাহরুখের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান এবং 'জওয়ান'-এ তাঁর সহঅভিনেত্রী নয়নতারাও তিরুপতি দর্শনে যান। আর ইতিমধ্য়েই বিশ্বব্য়াপী ৫২০.৭৯ কোটি টাকার ব্য়বসা করে ফেলেছে। ‘জওয়ান’ জ্বর থেকে বাদ যাননি শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও (Anand Mahindra)। সম্প্রতি শাহরুখকে দেশের 'জাতীয় সম্পদ' ঘোষণার দাবি জানিয়েছিলে তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial