The Kashmir Files Film: সেঞ্চুরি করল 'দ্য কাশ্মীর ফাইলস', সাতদিনে বক্স অফিস কালেকশন কত হল?
প্রথমদিন ৩.৫৫ কোটি টাকার দিয়ে বক্স অফিস কালেকশন শুরু হয়। দ্বিতীয়দিন থেকেই বড় দৌড় শুরু করে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি। কোনওদিন ১৮ কোটি তো কোনওদিন ১৯ কোটি টাকার ব্যবসা করেছে।
মুম্বই: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) চর্চিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) মাত্র সাতদিনেই সেঞ্চুরি হাঁকাল। মুক্তির দিন থেকেই বক্স অফিসে প্রত্যাশামতো ব্যবসা শুরু করেছিল। যত দিন এগিয়েছে, তত ব্যবসা বেড়েছে। প্রথমদিন ৩.৫৫ কোটি টাকার দিয়ে বক্স অফিস কালেকশন শুরু হয়। দ্বিতীয়দিন থেকেই বড় দৌড় শুরু করে এই ছবি। কোনওদিন ১৮ কোটি তো কোনওদিন ১৯ কোটি টাকার ব্যবসা করেছে। অবশেষে একশো কোটির ক্লাবে পৌঁছে গেল 'দ্য কাশ্মীর ফাইলস'।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বিশ্বজুড়ে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। মাত্র সাতদিনেই যে বিশ্বজুড়ে একশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি, তা তাঁর পোস্টে স্পষ্ট। তাঁর পোস্ট থেকেই জানা গিয়েছে, ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১০৬.৮০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবিটি অবশ্যই দেখা উচিত। এমন কথা জানিয়ে দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে করমুক্ত করা হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে।
আরও পড়ুন - Jalsa Twitter Review: কেমন হল বিদ্যা-শেফালির 'জলসা'? ছবি দেখে কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?
প্রসঙ্গত, একদিকে যখন বিভিন্ন মহল থেকে প্রশংসায় ভাসছে 'দ্য কাশ্মীর ফাইলস', তখন অন্যদিকে 'একাধিক মিথ্যা তথ্য দেখানো হয়েছে কাশ্মীর ফাইলস ছবিতে', ঠিক এই ভাষাতেই পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Ranjan Agnihotri) সিনেমার বিরুদ্ধে সরব হলেন ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, 'কাশ্মীর ফাইলস ছবিটিতে অনেক মিথ্যা তথ্য দেখানো হয়েছে। যে সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি ফারুক আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন না। বরং সেই সময় জারি ছিল রাজ্যপালের শাসন। বিজেপির সমর্থনে দেশে তখন ছিল ভিপি সিংহের সরকার।' স্বাভাবিকভাবেই ওমর আবদুল্লাহের বক্তব্যের পর শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা।