The Kashmir Files: ৭ দিনে ৯৭.৩০কোটি! একের পর এক রেকর্ড ভাঙছে 'দ্য কাশ্মীর ফাইলস'
The Kashmir Files: ১১ মার্চে মুক্তি পায় এই ছবিটি। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী ও পল্লবী যোশি।
নয়াদিল্লি: একের পর এক রেকর্ড ভাঙছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। প্রেক্ষাগৃহে এক সপ্তাহ পূরণের আগেই ১০০ কোটির ক্লাবে (100 Crore Club) প্রবেশ করতে চলেছে এই ছবি। সপ্তম দিনের শেষে এই ছবি বক্স অফিসে মোট ৯৭.৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
১১ মার্চে মুক্তি পায় এই ছবিটি। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি ১৯৯০ সালে কাশ্মীরে বিদ্রোহের সময় কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের দেশত্যাগের উপর ভিত্তি করে তৈরি। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী ও পল্লবী যোশি।
View this post on Instagram
ষষ্ঠ দিন পর্যন্ত এই ছবিটি মোট আয় করে ৭৯.২৫ কোটি টাকা। সপ্তম দিনেই সেই অঙ্ক অস্বাভাবিক বেড়ে যায়। দ্বিতীয় সপ্তাহে এই ছবি প্রথম সপ্তাহের থেকেও বেশি আয় করবে বলে মনে করা হচ্ছে। ছবির নির্মাতারা নিশ্চিত যে ১০০ কোটির ক্লাবে খুব শীঘ্রই এটি প্রবেশ করতে চলেছে। এই সপ্তাহান্তে দোলের ছুটি থাকছে। ফলে সেই সুযোগে আরও কত ব্যবসা করবে ছবি সেই দিকেই তাকিয়ে নির্মাতারা।
১৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত 'বচ্চন পাণ্ডে'। সেই ছবির সঙ্গে মোকাবিলা করে কত ব্যবসা হয় 'দ্য কাশ্মীর ফাইলস'-এর এখন সেটাই দেখার।
আরও পড়ুন: Mouni Roy Update: বিয়ের পর প্রথম হোলি, স্বামীর সঙ্গে উদযাপনের ছবি পোস্ট মৌনির
প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তর প্রদেশ, গোয়া, ত্রিপুরা, কর্ণাটক, হরিয়ানা, গুজরাতে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। এই ছবি নিয়ে নিজের বক্তব্য রেখেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে অজিত পাওয়ারের বক্তব্য। বিধানসভায় অজিত পাওয়ার বলেন, 'রাজ্যে করমুক্ত করার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের উচিত অবশ্যই 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার জিএসটি মকুব করে দেওয়া।' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং কাশ্মীরি পণ্ডিতদের জীবন উন্নত করার জন্য তাঁকে ধন্যবাদ জানান।