(Source: ECI/ABP News/ABP Majha)
The Kerala Story Box Office Collection: বাংলা ও তামিলনাড়ুতে নিষিদ্ধ হওয়ার পরও বক্সঅফিসে ছক্কা হাঁকাচ্ছে 'দ্য় কেরালা স্টোরি'
The Kerala Story Box Office Collection: বিতর্কের মধ্য়েই মাত্র চারদিনে ৪৫ কোটিরও বেশি আয় করল 'দ্য় কেরালা স্টোরি'।
কলকাতা: 'দ্য় কেরালা স্টোরি' নিয়ে উত্তাপের আঁচ ক্রমশই বাড়ছে। আর বিতর্কের সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ছবির ব্য়বসা। বাংলা ও তামিলনাড়ুতে নিষিদ্ধ হওয়ার পরও বক্সঅফিসে একের পর এর ছক্কা হাঁকাচ্ছে এই ছবি। ফিল্ম সমালোচক তরণ আদর্শের ট্য়ুইট অনুযায়ী, মাত্র চার দিনে ৪৫.৭২ কোটি টাকা আয় করেছে এই ছবি।
#OneWordReview...#TheKeralaStory: POWERFUL.
Rating: ⭐️⭐️⭐️⭐️
Bold. Blunt. Thought-provoking. Hard-hitting. Disturbing… You need a strong stomach to absorb this story… Director #SudiptoSen packs a solid punch… #AdahSharma is terrific… #Boxoffice WINNER. #TheKeralaStoryReview pic.twitter.com/EhjTwuRhCM
">
'দ্য কেরালা স্টোরি'কে বাংলায় নিষিদ্ধ করেছে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমাবার অর্থাৎ গতকাল সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে।' এরপরেই দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,' কেরলে সিপিএম সরকার চুপ কেন? বিজেপির সঙ্গে যোগসাজশ আছে। বিরোধী দলকে বুলডোজ করার অধিকার কে দিয়েছে? শাসক দলের শান্তি বজায় রাখাই কর্তব্য। কিন্তু মণিপুরের শাসক দলই অশান্তি তৈরি করেছে। বাংলায় কখনও এই ধরনের ঘটনা ঘটেনা।'
আরও পড়ুন...
Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?
প্রসঙ্গত, সম্প্রতি বিক্ষোভের ভয়ে তামিলনাড়ুতে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ দৃশ্যত ছবিটি প্রদর্শন করতে অস্বীকার করার পরে ছবিটির পরিচালক সুদীপ্ত সেন এবং শাহ সংবাদ সম্মেলন ডেকেছিলেন। নিষেধাজ্ঞার কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে এমন প্রশ্নে শাহ বলেন, "আমরা এখন লাভ বা ক্ষতির বিষয়ে কথা বলব না, আমরা কেবল এটি নিশ্চিত করার চেষ্টা করব যাতে আরও বেশি সংখ্যক মানুষ ছবিটি দেখেন। যদি কোনও রাজ্য সরকার বা বেসরকারি ব্যক্তি ছবিটি বন্ধ করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা সম্ভাব্য সব আইনি ব্য়বস্থা নেব।" প্রযোজক শাহ "দ্য কেরালা স্টোরি" কে "গুরুতর সামাজিক বিষয়" এর উপর একটি চলচ্চিত্র বলে অভিহিত করেছেন এবং তামিলনাড়ু সরকারকে মুভিটির "মসৃণ ও ন্যায্য" মুক্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন।
অন্য়দিকে, এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী খোদ পিনারাই বিজয়ন (Kerala Chief Minister Pinarayi Vijayan)। তবে শুধু এই ছবি নয়, অতীতে 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে বিতর্কের ঝড় তৈরি হয়েছিল। এই ছবিতে নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে চলে আসার পটভূমিকায় তৈরি এই ছবি এর মধ্য়েই দেশ ও আন্তর্জাতিক মহলে তুমুল আলোড়ন তৈরি করে।