The Kerala Story: দেশে ছক্কা হাঁকাচ্ছে 'দ্য় কেরালা স্টোরি', এবার মুক্তি পাচ্ছে UK-তে
The Kerala Story: দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে মুক্তি পেতে চলেছে 'দ্য় কেরালা স্টোরি'।

কলকাতা: ১২দিন হল ভারতে মুক্তি পেয়েছে 'দ্য় কেরালা স্টোরি' (The Kerala Story)। তুমুল বিতর্কের মধ্য়েই রমরম করে চলছে এই ছবি। আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। শোনাযাচ্ছে, এবার UK-তে মুক্তি পাচ্ছে এই ছবি। তবে UK-র কতগুলি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, ভারতে ১২ দিনের মাথায় এখনও পর্যন্ত এই ছবি আয় করেছে ১৫৬.৮ কোটি।
সূত্রের খবর, রবিবার বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) হিন্দি ভাষার অঞ্চলে ৫৪.৬৮ শতাংশ বুকিং পেয়েছিল। দ্বিতীয় শনিবার হিন্দিভাষী অঞ্চলে এই ছবির টিকিট বুকিংয়ের পরিমাণ ছিল ৪৫.৬০ শতাংশ। 'পাঠান' ও 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির পর ২০২৩ সালের অন্যতম বড় হিট এই ছবি। 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) ইতিমধ্যেই সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মোট আয়কে ছাড়িয়ে গেছে। সলমনের ছবি প্রেক্ষাগৃহে ১০৭.৭১ কোটি টাকার ব্যবসা করে দৌড় শেষ করেছে। এছাড়া তারকাদের নিয়ে তৈরি 'ভোলা' (৮২.০৪ কোটি), 'সেলফি' (১৬.৮৫ কোটি) ও 'শেহজাদা' (৩২.২০ কোটি)-র মতো ছবিকেও পিছনে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story)।
আরও পড়ুন...
Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই ছবির গল্প সন্ত্রাসের কথা বলে, এর সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। আমি প্রতিটি ধর্মের প্রতি অত্য়ন্ত আস্থাশীল, তাই আমি কখনই অন্য কারোও ধর্মকে ছোট করব না। আমরা সকলেই এমন একটি দেশে বাস করি যেটি সমস্ত ধর্মকে আশ্রয় দেয় এবং আমার মনে হয়ে প্রত্য়েকের ধর্মকে সম্মান করা উচিত।” তিনি আরও বলেন, 'আমরা এমন একটি দেশে বাস করি যেখানে আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি। এই ছবি সর্বত্র মুক্তি পাওয়া উচিত এবং দর্শকের ইতিবাচক ও নেতিবাচক দুধরণের মন্তব্যই গ্রহণ করা উচিত।'
কেরালায় 'দ্য কেরালা স্টোরি' দেখানোয় নিষেধাজ্ঞা। মে মাসের ৫ তারিখে মুক্তি পেয়েছে এই ছবি। সাংবাদিক কুরবান আলি (Qurban Ali) কেরালা হাইকোর্টকে এই ছবি নিষিদ্ধ হওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।
আরও পড়ুন...






















