Jawan: 'জওয়ান'-এর জন্য় বরাদ্দ সব শো! কত স্ক্রিন পেল 'নান ২'?
The Nun II: একই দিনে মুক্তি পেতে চলেছে 'জওয়ান' ও 'নান ২'।
কলকাতা: 'জওয়ান'-এর জন্য় বরাদ্দ হয়ে যাচ্ছে সমস্ত শো! ভারতে কতগুলো স্ক্রিন পেল 'নান ২'?
হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের খানের 'জওয়ান' (Jawan)। ৭ সেপ্টেম্বর অর্থাৎ ওই একই দিনে মুক্তি পেতে চলেছে 'নান ২'। বলিউডসূত্রের খবর অনুযায়ী, 'জওয়ান'-এর অগ্রিম টিকিট যেভাবে বিক্রি হচ্ছে, তাতে মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিন সমস্ত জায়গাতেই একের পর এক শো বরাদ্দ হয়ে যাচ্ছে। ফলে স্ক্রিন পেতে রীতিমত কালঘাম ছুটে যাচ্ছে 'নান ২'-এর।
সূত্রের খবর, “ওয়ার্নার ব্রোস টিম মাল্টিপ্লেক্স চেইন এবং অন্যান্য থিয়েটারগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। 'জওয়ান'কে অনেক বড় প্রতিপক্ষ বলেই মনে করছে তারা। ফলে সীমিত শোয়ের জন্য়ই তারা হলগুলিতে অনুরোধ করেছে, তবে এইমুহূর্তে যা পরিস্থিতি তাতে 'নান ২'-এর জন্য় কোনও হল মালিকই আগ্রহ দেখাচ্ছে না।"
উল্লেখ্য় ২০১৮ সালে মুক্তি পেয়েছিল 'দ্য় নান'। এই ছবিটির মোট ব্য়বসা ছিল ৪৬.৪৬ কোটি টাকা।
আরও পড়ুন...
'গ্রিন-টি' কিন্তু সবার জন্য নয়! কারা খেতে পারেন, কাদের জন্য ক্ষতি? কী জানালেন পুষ্টিবিদ?
অন্য়দিকে, অগ্রিম বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে 'জওয়ান'-এর টিকিট। সূত্রের খবর, টিকিটের দাম ছুয়েছে ২ হাজার ৪০০ টাকাও। তাও বিক্রি হয়ে যাচ্ছে অনায়াসে। শাহরুখ খানের ব্লকবাস্টার 'পাঠান'-এর আট মাস পর সেই একই উন্মাদনা দেখছেন ডিস্ট্রিবিউটররা।
একাধিক ফিল্ম ট্রেড অ্যানালিস্ট সূত্রে খবর, 'জওয়ান' ছবির হাত ধরে শাহরুখ খান ইতিহাস গড়তে চলেছেন। ভারতের জনপ্রিয় টিকিট বুকিং অ্যাপ 'বুক মাই শো'-এর মাধ্যমে মাত্র ১ ঘণ্টাতেই ২০ হাজার ২৬০টির মতো টিকিট বিক্রি হয়েছে। সকলের মতে চলতি বছরে 'পাঠান' ছবির পর প্রথম দিনেই শাহরুখ খানের দ্বিতীয় ১০০ কোটির ছবি হতে চলেছে 'জওয়ান'। তা হলে সেই তালিকায় শাহরুখই এমন প্রথম বলিউড অভিনেতা হবেন।
অন্যদিকে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, জাতীয় স্তরের প্রেক্ষাগৃহেও দুর্দান্ত আয় করছে ছবি। 'পিভিআর', 'আইনক্স', 'সিনেপলিস'-এ অ্যাডভান্স বুকিং শুরুর প্রায় ঘণ্টা দুয়েকের মধ্যে ৪১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্য়েই।
৭সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের খানের 'জওয়ান'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন