এক্সপ্লোর
Advertisement
শাহরুখের সেলফি-র মধ্যে থাকা অজানা এই কন্যেকে নিয়েই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া!
মুম্বই: ‘রইস’ মুক্তিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে প্রচারে ব্যস্ত রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। আর এই ছবির প্রচারের জন্যে ইদানিং সোশ্যাল মিডিয়াতেও একটু বেশিই অ্যাক্টিভ রয়েছেন শাহরুখ। শাহরুখের ছবির প্রচারের একটা গুরুত্বপূর্ণ অংশ হল নিজের ভক্তদের সঙ্গে সেলফি তোলা। সেই সেলফি তুলতে গিয়েই এবার পুণেতে শাহরুখের ছবিতে ফ্রেমবন্দি হন এক সুন্দরী কাশ্মীরি ললনা। এখন সেই অচেনা নন্দিনীকে নিয়েই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া।
পুণেতে ছবির প্রচারে দুজায়গায় গিয়েছিলেন শাহরুখ। সিমবায়োসিস ইন্সটিটিউট অফ ডিজাইন এবং সিজন মলে। সিমবায়োসিসেই ছাত্র-ছাত্রীদের সঙ্গে বেশ কয়েকটি সেলফি তোলেন বাদশা এবং আপলোডও করেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে।
সেই সেলফিগুলোর মধ্যে একটি সেলফি নিয়েই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। না, শাহরুখ বা ‘রইস’-এর জন্যে নয়, সেই সেলফির মধ্যে থাকা একটি মেয়েকে কেন্দ্র করে। সবুজ টপ পরা সেই মেয়ের খোঁজ জানতে এখন উত্সুক নেটিজেনরা। কেউ লিখেছেন, মেয়েটিকে অনেকটা মডেলদের মতো দেখতে। কেউ আবার তাঁর নাম, ঠিকানা জানতে চেয়েছেন।একনজরে দেখব কে কী বলেছেন
অবশেষে সেই সেলফি গার্লের এক বন্ধু তাঁকে ট্যাগ করলে সবাই জানতে পারেন সেই সুন্দরীর পরিচয়।
সেই মেয়ে হলেন সাইমা হুসেন মির, সিমবায়োসিসের তৃতীয় বর্ষের ছাত্রী। প্রথমে তিনি যে ইন্টারনেট সেনসেশন হয়ে গেছেন সেকথা জানতেনই না সাইমা। তবে নিজের জনপ্রিয়তার কথা জানতে পেরে মারাত্মক খুশি ও উত্তেজক সাইমা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement