Kartik Aaryan: বাড়ির সামনে তাঁর নাম ধরে দুই মহিলার চিৎকার! তারপর যা করলেন কার্তিক আরিয়ান
ইন্ডাস্ট্রির ভিতরে হোক কিংবা বাইরে, কার্তিক আরিয়ান প্রশংসা পাচ্ছেন নানা জায়গা থেকে। সম্প্রতি তাঁর বাড়ির নিচে কয়েকজন মহিলা অনুরাগী তাঁর নাম ধরে চিৎকার করতে শুরু করেন। এমন ঘটনায় কী করলেন অভিনেতা?
মুম্বই: বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। এই প্রজন্মের তারকাদের মধ্যে তাঁর অনুরাগীর সংখ্যা ইর্ষনীয়। পুরুষ অনুরাগীদের পাশাপাশি একটা বড় সংখ্যক মহিলা অনুরাগী রয়েছে তাঁর। এই মুহূর্তের বলিউড তারকাদের মধ্যে তাঁকে মোস্ট এলিজিব্যল ব্যাচেলার হিসেবেও মনে করা হয়। শুধু অনুরাগীদের কাছেই তিনি প্রশংসিত হন না। সম্প্রতি বেশ কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'ধামাকা'। আর সেই ছবির জন্য স্বয়ং সলমন খান তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। সব মিলিয়ে ইন্ডাস্ট্রির ভিতরে হোক কিংবা বাইরে, কার্তিক আরিয়ান প্রশংসা পাচ্ছেন নানা জায়গা থেকে। সম্প্রতি তাঁর বাড়ির নিচে কয়েকজন মহিলা অনুরাগী তাঁর নাম ধরে চিৎকার করতে শুরু করেন। এমন ঘটনায় কী প্রতিক্রিয়া দেন অভিনেতা?
আরও পড়ুন - Raj Subhashree Covid Positive: ফের করোনা সংক্রমিত রাজ-শুভশ্রী
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিনেতার মুম্বইয়ের বাড়ির বাইরে থেকে দুই মহিলা অনুরাগী তাঁর নাম ধরে ডাকাডাকি করছেন। তাঁকে একবার নিচে আসার জন্য অনুরোধ করছেন। আর এমন ঘটনায় আপ্লুত 'ধামাকা' তারকা। তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন, 'এই ভালোবাসাটার জন্যই তো বেঁচে থাকা। এটাই আমার কাছে সব। মন থেকে প্রত্যেক অনুরাগীকে বলতে চাই, আমি আজ যা সব আপনাদের জন্য। ধন্যবাদ দিয়ে এই ভালোবাসা সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়। কিন্তু এভাবেই ভালোবাসা পেতে চাইব আর তার জন্য পরিশ্রম করে যাব।'
অন্য একটি ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে পাপারাজ্জিদের। যেখানে দেখা যাচ্ছে মহিলা অনুরাগীদের আহ্বানে সারা দিয়ে বাড়ির নিচে নেমে এসেছেন কার্তিক আরিয়ান। সেই সঙ্গে অনুরাগীদের সঙ্গে তাঁকে ছবিও তুলতে দেখা যায়। অভিনেতার এমন মানবিক ব্যবহারে আপ্লুত নেট নাগরিকরা।
প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে, 'ধামাকা' ছবিতে। যদিও সেটি সিনেমাহলে নয়, মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'ভুলভুলাইয়া টু', 'ফ্রেডি', 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া'র মতো ছবিতে।