এক্সপ্লোর
চেন্নাইয়ে করোনা লড়াইয়ে কমল হাসানের নয়া উদ্যোগ 'নামে থিরভু'
কমল জানালেন, করোনা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, সহায়তা করা, মাস্ক ও স্যানিটাইজার বিলি করা , ইত্যাদি হবে তাঁদের কাজ।

চেন্নাই: করোনা অতিমারী সংক্রান্ত নানা সমস্যা সামাল দিতে এবার এগিয়ে এলেন কমল হাসান। এমএনএম সুপ্রিমো 'নামে থিরভু' নামে এক উদ্যোগ নিলেন। করোনা পরিস্থিতি সামাল দিতে স্বেচ্ছাসেবকদের এই ছাতার তলায় আনতে চান কমল। তিনি আরও বলেন, এটা রাজনীতির সময় নয়, সবাই মিলে কাজ করার সময়। বিশ্ব পরিবেশ দিবসে এই প্রয়াসের সূচনা করলেন অভিনেতা। তিনি জানান, চেন্নাইয়ের জন্য কাজ করতেই তাঁর এই উদ্যোগ। এখনও পর্যন্ত এখানে ১৮০০ করোনা রোগী সেরে উঠেছেন। করোনা সংক্রান্ত যে কোনওরকম সাহায্যের জন্য ফোন করা যাবে হেল্প ডেস্ক-এ। নম্বর 63-69-81-11-11 এখানে ফোন করলে জানতে চাওয়া হবে, আপনি কি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান, নাকি কোনও সাহায্য চান। এই উদ্যোগে যোগ দিতে গেলে চেন্নাইবাসী হতেই হবে। কী কাজ করবেন তাঁরা ? কমল জানালেন, করোনা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, সহায়তা করা, মাস্ক ও স্যানিটাইজার বিলি করা , ইত্যাদি হবে তাঁদের কাজ। তাহলে কি রাজ্য বা কেন্দ্র সরকারের কাজে সন্তুষ্ট না হয়েই তাঁর এই উদ্যোগ? কমলের সাফ জবাব, এটা দোষারোপের সময় নয়। আমরা দেখছি, আশপাশের রাজ্যে করোনা নিয়ন্ত্রণে আসার পর আবার ছড়িয়ে পড়ছে। তাই তাঁর এই উদ্যোগ। যদিও তামিলনাডু সরকারের কাজে স্বচ্ছতার অভাব আছে বলে মনে করেন তিনি। সরকার করোনা-মৃত্যুকে গুরুত্ব দিয়ে দেখেনি একটা সময়, অভিযোগ কমলের। সবকিছুর পরও তাঁর অভিমত, এই সময় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে করোনার বিরুদ্ধে লড়া দরকার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















