Tirondaj Sobor: খুনের ঘটনায় জড়িয়ে নাইজেলের নাম, রহস্যভেদ করবে 'শবর' শাশ্বত?
Tirondaj Sobor: খুনের মামলায় নাইজেল আকারার নাম! নাহ, এই ঘটনা বাস্তবের নয়, চিত্রনাট্যে। আগামী ২৭ তারিখ মুক্তি পাচ্ছে 'শবর' সিরিজের নতুন ছবি 'তীরন্দাজ শবর'।
কলকাতা: পেশায় তিনি ট্যাক্সি ড্রাইভার। একদিন রাতে এক যাত্রীকে তিনি অসুস্থ ভেবে নিজের ট্যাক্সিতে তোলেন তিনি। থানায় নিয়ে গেলে জানা যায়, তিনি মৃত। নিজের অজান্তেই এক খুনের তদন্তে জড়িয়ে গেলেন বস্তিবাসী সেই ট্যাক্সি ড্রাইভার সুমিত ঘোষাল ওরফে নাইজেল আকারা (Nizel Akara)।
'শবর' নিয়ে কলাকুশলীরা
খুনের মামলায় নাইজেল আকারার নাম! নাহ, এই ঘটনা বাস্তবের নয়, চিত্রনাট্যে। আগামী ২৭ তারিখ মুক্তি পাচ্ছে 'শবর' সিরিজের নতুন ছবি 'তীরন্দাজ শবর'। সদ্য় মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারের শুরুই হচ্ছে একটা খুন দিয়ে। মুখ্যভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।
এই ছবির বেশ কিছুটা অংশের শ্যুটিং হয়েছে কলকাতার একটা বস্তিতে। এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক অরিন্দম শীল জানিয়েছেন, সবচেয়ে কঠিন ছিল বস্তি এলাকায় শ্যুটিং করা। সাধারণ মানুষেরা যথেষ্ট সাহায্য করেছিলেন। তাঁদের রুজি রোজগারের সাময়িক ক্ষতি হলেও তাঁরা আমাদের কাজে কোনও বাধা সৃষ্টি করেননি।
আরও পড়ুন: Ankush Oindrila: বদলে গিয়েছেন ঐন্দিলা, পুরনো মানুষকেই ফিরে পেতে চান প্রেমিক অঙ্কুশ!
সুমিত ঘোষালের চরিত্র পেয়ে খুশি নাইজেলও। বলছেন, 'আমি একটু বিরতি নিয়ে নিয়ে ছবির কাজ করি। তাই চরিত্রের জন্য নিজেকে তৈরি করার সময় পাই। প্রথমেই জেনে নিই পরিচালক কী চাইছেন, তারপরে চিত্রনাট্য পড়ি। সেটাই চরিত্রের জন্য তৈরি হতে সাহায্য করে।'
আর গল্পের নায়ক? তাঁকে নতুন করে প্রস্তুতি নিতে হয়েছে? ব্যক্তি শাশ্বতর মুখে খুব সহজেই অভিব্যক্তি ফুটে ওঠে, সেটা অন ক্য়ামেরা হোক বা অফ ক্যামেরা। শাশ্বত বলছেন, 'শবর হাসির কথাও বলে অভিব্যক্তিহীন মুখে। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় চেয়েছিলেন শবর পাথর হবে। তার কোনও অভিব্যক্তি থাকবে না। আমার মুখে খুব সহজেই অভিব্যক্তি ফুটে ওঠে। আমায় ওই পাথরের মতো সংলাপ বলাটা খুব সচেতনভাবে অভ্যাস করতে হয়েছে। এই ছবিতে শবর ছুটেছে কম, অ্যাকশন করেছে বেশি। তার জন্য বেশ অনুশীলন করতে হয়েছে, শিখতে হয়েছে। তবে সবটাই করেছি সাবধানতা অবলম্বন করে। ভয় পেতাম, চোট লেগে যাওয়ার।'