Dharmajuddha: 'ধর্মযুদ্ধ' দেখে এসে প্রতিক্রিয়া দিলেন অঙ্কুশ, ছবিটা দেখে কী আফশোস হচ্ছে তাঁর?
Ankush Hazra: টলিউডেরই আর এক অভিনেতা অঙ্কুশ হাজরা নিজের প্রতিক্রিয়া দিলেন ছবিটা দেখার পর। জানালেন, 'ধর্মযুদ্ধ' তাঁর কেমন লেগেছে।
কলকাতা: ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ধর্মযুদ্ধ'। পরিচালক রাজ চক্রবর্তীর বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পেয়েছে আরও দুটি বলিউড ছবির সঙ্গে। তাই বক্স অফিসে চলছে জোর লড়াই। 'ধর্মযুদ্ধ' ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক, পার্ণো মিত্র, সোহম চক্রবর্তী এবং টলিউডের আরও অনেক অভিনেতারা। ছবিটা দর্শকদের কেমন লেগেছে, তার প্রতিক্রিয়া দর্শকেরা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তবে, টলিউডেরই আর এক অভিনেতা অঙ্কুশ হাজরা নিজের প্রতিক্রিয়া দিলেন ছবিটা দেখার পর। জানালেন, 'ধর্মযুদ্ধ' তাঁর কেমন লেগেছে।
'ধর্মযুদ্ধ' দেখে অঙ্কুশের রিভিউ-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা বেশ দীর্ঘ একটি পোস্ট করেছেন। পোস্টটি 'ধর্মযুদ্ধ' দেখে আসার পর তাঁর প্রতিক্রিয়া। এক কথায় ছবির রিভিউ লিখেছেন তিনি। অঙ্কুশ লিখছেন, 'ধর্মযুদ্ধ রিভিউ- ছবিটা দেখে এলাম। নিজের ভালোলাগাটা কীভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। আমার দেখা সেরা বাংলা ছবির মধ্যে একটা। আমার দেখা সেরা কিছু অভিনয়। প্রত্যেকে অসাধারণ। স্বাতীলেখা দিকে অভিনয়ের দেবী বললে ভুল বলা হবে না। সত্যিই ওনাকে খুব মিস করব। শুভশ্রী, সোহম, ঋত্বিক, পার্ণো, কৌশিক, সপ্তর্ষী, সবার অভিনয় অসাধারণ, অনবদ্য বললেও কম বলা হবে। সত্য়িই একটা গর্ব করার মতো বাংলা ছবি। এবার আসি রাজ দা-র কথায়। সত্যি বলতে বাংলা ছবিতে আমরা খুব বেশি বাজেট পাই না। যতটুকু পাওয়া যায়, তাই দিয়ে কীভাবে একটা বড় পর্দার যোগ্য ছবি বানাতে হয়, সেটা রাজ চক্রবর্তী খুব ভালো করে জানেন। আর আর্টিস্টদের থেকে কীভাবে তার বেস্ট টুকু বের করতে হয়, সেটাও খুব ভালো করে জানেন। আমাকেও দর্শক একজন 'অভিনেতা'র ট্যাগটা 'কানামাছি'র পরই দিয়েছিলো। আর সেখানে সব থেকে বড় অবদান রাজ চক্রবর্তীর। সৌমিক হালদারের ক্যামেরার কাজ, ওনার ফ্রেমিং মুগ্ধ করবেই।'
তিনি আরও লিখছেন, 'দর্শকের কাছে আমার হাতজোড় করে অনুরোধ, এই ছবিটা হলে গিয়ে দেখুন। কিছু সিনেমা আছে যেটা দেখা খুব জরুরি হয়ে পড়ে। এই সিনেমাটা দেখা কিন্তু জরুরি। প্লিজ আপনারা দেখে আসুন। বন্ধু - বান্ধবের সিনেমা বলে গুনগান গাইছি না। উল্টে সিনেমাটা শেষের পর একটু হিংসে হচ্ছিল যে এত অসাধারণ একটা সিনেমা আমার ঝুলিতে এলো না।'- অপরিবর্তিত।
আরও পড়ুন - Raju Srivastava: মৃত্যু হুমকিও পেয়েছিলেন রাজু শ্রীবাস্তব!
প্রসঙ্গত, এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। কিন্তু চলতি বছর প্রাণ কেড়েছে তাঁর। কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। স্বাতীলেখার মৃত্যুর পর আফশোস করে রাজ জানিয়েছিলেন, স্বাতীলেখাকে এই ছবি না দেখাতে পারার আফশোস তাঁর থেকে যাবে চিরকাল। অন্যদিকে, 'পরিণীতা' ছবি থেকেই নিজের ছক ভেঙেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। পরিচালনায় পরিবর্তন এনেছেন রাজও। 'ধর্মযুদ্ধ' ছবিতেও বড় পরিবর্তন রয়েছে শুভশ্রীর লুকে। শুভশ্রী ছাড়াও এই ছবিতে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক,(Saptarshi Moulick) পার্নো মিত্র, (Parno Mitra) ঋত্বিক চক্রবর্তী, (Rwittick Chakraborty) সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা গিয়েছে সপ্তর্ষি মৌলিককে।