Raju Srivastava: মৃত্যু হুমকিও পেয়েছিলেন রাজু শ্রীবাস্তব!
রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরের মাঝেই পুরনো একটি খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মাত্র দু বছর আগেই মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি।
মুম্বই: বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। রাজু শ্রীবাস্তবের অসুস্থতায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে রাজনাথ সিংহ। প্রধানমন্ত্রী ফোন করেছিলেন কৌতুক অভিনেতার স্ত্রীকে। জানা গিয়েছে এমনটাই। রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরের মাঝেই পুরনো একটি খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মাত্র দু বছর আগেই মৃত্যুর হুমকি (Death Threat) পেয়েছিলেন তিনি।
অসুস্থ রাজু শ্রীবাস্তব-
গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জানা গিয়েছে, জিম করাকালীনই আচমকা তাঁর হার্ট অ্যাটাক হয়। তিনি অজ্ঞান হয়ে যান। রাজু শ্রীবাস্তবের জিম ট্রেনার তাঁকে দুবার সিপিআর দেন। এরপর তিনিই দ্রুত হাসপাতালে ভর্তি করেন রাজুকে। দিল্লির এইমস হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। সূত্রের খবর, রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। মস্তিষ্কে একাধিক ক্ষতির সমস্যা রয়েছে তাঁর। এর ফলেই মূলত তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি তাঁর।
আরও পড়ুন - Shah Rukh Khan: রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'তে শাহরুখ খানের লুক ফাঁস! মুহূর্তে ভাইরাল ছবি
মৃত্যুর হুমকি পান রাজু শ্রীবাস্তব-
রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরের মাঝেই পুরনো একটি খবর ফের সামনে এসেছে। ২০২০ সালে ফোন মারফত মৃত্যু হুমকি পান তিনি। তাঁকে এবং তাঁর অ্যাডভাইসর অজিত সাক্সেনা এবং পিআরওকে মৃত্যু হুমকি দেওয়া হয়। সেই সময় অমিত শাহের কাছে সাহায্যও চেয়েছিলেন রাজু শ্রীবাস্তব। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ২০২০ সালে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ফিল্ম সিটি তৈরির পরিকল্পনাকে কেন্দ্র করে নিজের মতামত দেন রাজু শ্রীবাস্তব। ইউপি মাফিয়া, বেআইনি নির্মাণ নিয়েও নানা কথা বলেন তিনি সেসময়ে। এরপরই মৃত্যু হুমকি পান তিনি। তাঁর স্ত্রী এবং সন্তানদেরও খুনের হুমকি দেওয়া হয়।
একাধিক লাফটার শো জিতেছেন রাজু শ্রীবাস্তব। তাঁর জনপ্রিয়তা নজরকাড়া। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ', 'কমেডি সার্কাস', 'দ্য কপিল শর্মা শো' এবং আরও অনেক শো মাতাতে দেখা গিয়েছে তাঁকে। তবে, শুধু ছোট পর্দাতেই নয়। রাজু শ্রীবাস্তব বড় পর্দাতেও অভিনয় করেছেন। 'ম্যায়নে পেয়ার কিয়া', 'ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ', 'জার্নি বম্বে টু গোয়া' এবং আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে একাধিক পোস্ট করছেন।