Oindrila Sen Birthday: জন্মদিনে অঙ্কুশের আদরে অতিষ্ঠ ঐন্দ্রিলা, রইল ভিডিও
এদিন অঙ্কুশ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ মজাদার ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি তাঁর প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিনের। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছেন।
কলকাতা: আজ জন্মদিন টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen)। জন্মদিনে কাছের মানুষ, প্রিয়জনদের সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন। আর ঐন্দ্রিলার জন্মদিন (Oindrila Sen Birthday) অঙ্কুশ হাজরা (Ankush) শুভেচ্ছা জানাবেন না তা আবার হয় নাকি! প্রেমিকার জন্মদিন বলে কথা। তাই বিশেষ ভিডিও পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
এদিন টলিউড অভিনেতা অঙ্কুশ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ মজাদার ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি তাঁর প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিনের। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছেন। কিন্তু প্রেমিকের ভালোবাসায় অতিষ্ঠ হয়ে গেলেন ঐন্দ্রিলা। কিছুতেই অঙ্কুশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছেন না। মাঝে আবার হ্যাপি বার্থ ডে গোরিলাও বলে বসেন অঙ্কুশ। কিন্তু ঐন্দ্রিলা কড়া চোখে তাকাতেই ভুল শুধরে নেন। ভিডিও পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, 'এগারো বছর হয়ে গেলে যা হয় আর কী!' অঙ্কুশ-ঐন্দ্রিলার মজাদার ভিডিও দেখে হাসি চেপে রাখতে পারেননি নেট নাগরিকরা। নেটিজেনদের অজানা নয় এই দুই তারকার কেমিস্ট্রি। তাঁরা যেমন একে অপরকে চোখে হারান, তেমনই একে অপরের সঙ্গে নানা মজাদার কাণ্ড করতেও ব্যস্ত থাকেন। আর সেই সমস্ত ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। অঙ্কুশের পোস্ট করা এই ভিডিওতে কমেন্ট করেছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় থেকে দেবলীনা কুমার, অদৃজা রায় প্রমুখরা। এছাড়াও কমেন্টে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ নেট নাগরিকরা।
আরও পড়ুন - Alia Bhatt on Instagram: রাজামৌলির সঙ্গে বিবাদ? 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট! সত্যিটা জানালেন আলিয়া
প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন ঐন্দ্রিলা সেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'লভ ম্যারেজ' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অঙ্কুশও। এছাড়াও এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য প্রমুখ অভিনেতাদের। সম্প্রতি জি ফাইভ বাংলার নতুন ওয়েবসিরিজ শ্বেতকালী-তে অভিনয় করা নিয়ে বিশেষ পোস্ট করেন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, 'শ্বেতকালী থেকে আমি উর্ভি। এই প্রথম জি ফাইভ বাংলায় একেবারে নতুন একটা রূপে আমি আসছি। আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ চাই।' নিজের নতুন রূপ নিয়ে রহস্য বজায় রেখেছেন ঐন্দ্রিলা। ক্ল্যাপস্টিকে চোখ ঢেকেছেন, কেবল কথা বলছে তাঁর চোখ।