Ankita Chakraborty Marriage: বিয়ের নানা অদেখা ছবি ও ভিডিও প্রকাশ্যে আনলেন অঙ্কিতা চক্রবর্তী
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও এবং আরও বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন অঙ্কিতা চক্রবর্তী। কোনও ছবিতে তিনি এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায় একে অপরের প্রতি মুগ্ধ চোখে তাকিয়ে।
কলকাতা: সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেতা। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউড অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty) ও অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee)। গতকালই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি শেয়ার করে নেন অঙ্কিতা। দুই তারকা যে সম্পর্কে রয়েছেন, তা অনুরাগীরা জানলেও বিয়ের কথা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। নেট দুনিয়ায় ছবি শেয়ার করতেই চোখ কপালে ওঠে নেট নাগরিকদের। আজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের আরও বেশ কিছু ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
বিয়ের নানা অদেখা ছবি ভিডিও পোস্ট করলেন অঙ্কিতা চক্রবর্তী-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও এবং আরও বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন অঙ্কিতা চক্রবর্তী। কোনও ছবিতে তাঁকে দেখা যাচ্ছে বিয়ের পোশাকে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুগ্ধ চোখে আলোয় সাজানো এলাকার দিকে তাকিয়ে থাকতে। আবার কোনও ছবিতে তাঁরা একে অপরের প্রতি মুগ্ধ চোখে তাকিয়ে। একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, যাতে সদ্য বিবাহিত দম্পতিকে একে অপরের হাত ধরে নতুন জীবন শুরুর রাস্তায় হেঁটে যেতে দেখা যাচ্ছে। দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা।
আরও পড়ুন - Varun Dhawan Birthday: অভিনেতা হওয়ার আগে কী করতেন বরুণ ধবন?
প্রসঙ্গত, গতকাল বিয়ের ছবি পোস্ট করে অঙ্কিতা চক্রবর্তী লেখেন, 'চিয়ার্স আমাকে। চিয়ার্স তোমাকে। আর চিয়ার্স সমস্ত ভালোবাসা ও হাসিকে। আমাদের একে অপরের এবং একসঙ্গে অনেক পরিকল্পনা ছিল। কিন্তু সমস্ত স্বপ্ন যখন সত্যি হয়, তখন দুনিয়া আনন্দ পায়। পাহাড়ের কোলে আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা আমাদের নতুন জীবন শুরু করলাম। একটা সত্যিকারের বন্ধুত্ব জীবনসঙ্গী হিসেবে নতুন জার্নি শুরু করল। সকলের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।'