Tollywood Celebrity Updates: চিনতে পারছেন? এই খুদেই আজকের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী
Tollywood News: একটি ছবিতে তাঁকে বাবার কোলে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, তাঁর বিয়ের সময়ে আশীর্বাদ করছেন তাঁর বাবা।

কলকাতা: ছোটবেলার ছবি পোস্ট করলেন টলিউডের (Tollywood) এক জনপ্রিয় অভিনেত্রী। বাবার কোলে দেখা যাচ্ছে তাঁকে। তবে, অকারণে আজ তিনি নিজের ছোটবেলার ছবি পোস্ট করেননি। বরং, দুটি ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একটি ছবিতে তাঁকে বাবার কোলে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, তাঁর বিয়ের সময়ে আশীর্বাদ করছেন তাঁর বাবা।
টলিউড অভিনেত্রীর ছোটবেলার ছবি-
এদিন টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে তাঁকে বাবার কোলে দেখা যাচ্ছে। লাল ফ্রক পরে বাবার কোলে চড়েছেন তিনি। অন্য একটি ছবিতে তাঁর পরনে কনের বেশ। আর বিয়ের সময়ে বাবা তাঁকে আশীর্বাদ করছেন। ছবি দুটি পোস্ট করে তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবন। তোমাকে ছাড়া আমি জীবন বুঝি না। আর অবশ্যই বুঝতেও চাই না। ভালোবাসি তোমায় বাবা।' প্রসঙ্গত, আজ জন্মদিন দেবাশিস কুমারের (Debasish Kumar)। বাবার উদ্দেশে মেয়ের এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
">
">
">
আরও পড়ুন - Pathaan New Song OUT: মুক্তি পেতেই নেট দুনিয়ায় ঝড় তুলল 'পাঠান'-এর নতুন গান 'ঝুমে যো পাঠান'






















