Celebrities on Coronavirus: অক্সিজেনের হাহাকার, সাহায্যের হাত বাড়াচ্ছেন সৃজিত, স্বস্তিকারা
করোনায় কাবু গোটা বিশ্ব। কোভিডের দ্বিতীয় ঢেউতে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অন্যদিকে গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে অক্সিজেন ও বেডের হাহাকার। প্রয়োজন মত চিকিৎসা পাচ্ছে না অনেক রোগীই। পরিস্থিতি বিবেচনা করে সাহায্যের হাত বাড়িতে দিল টলিউড। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অক্সিজেন সরবরাহ, খাবার, হাসপাতাল ইত্যাদির প্রয়োজনীয় ফোন নম্বর ও তথ্য শেয়ার করলেন মিমি, সৃজিত, স্বস্তিকা, তুহিনারা।
কলকাতা: করোনায় কাবু গোটা বিশ্ব। কোভিডের দ্বিতীয় ঢেউতে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই প্রথমবার দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল ৩ লক্ষের বেশি। দেশের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। করোনা-কালে যা বিশ্বে সর্বকালীন রেকর্ড। একদিনে মৃত্যুতেও দেশে নতুন রেকর্ড। গত ২৪-ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের। এই নিয়ে পরপর দুদিন দেশে দৈনিক ২ হাজারের বেশি মানুষ মারণ ভাইরাসের কবলে প্রাণ হারালেন। বারবার সাধারণ মানুষের কাছে সচেতন হওয়ার আবেদন জানাচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা। অন্যদিকে গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে অক্সিজেন ও বেডের হাহাকার। প্রয়োজন মত চিকিৎসা পাচ্ছে না অনেক রোগীই। পরিস্থিতি বিবেচনা করে সাহায্যের হাত বাড়িতে দিল টলিউড। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অক্সিজেন সরবরাহ, খাবার, হাসপাতাল ইত্যাদির প্রয়োজনীয় ফোন নম্বর ও তথ্য শেয়ার করলেন মিমি, সৃজিত, স্বস্তিকা, তুহিনারা।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকউন্টে সাধারণত নিজের ছবি সংক্রান্ত তথ্য দিকেই পছন্দ করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মাঝেমধ্যে অবশ্য় দেখা মেলে তাঁৎ ব্যক্তিগত সময় কাটানোর কিছু মুহূর্তও। তবে এখন সৃজিতের প্রোফাইল খুললেই অন্য ছবি। গোটা কলকাতার অক্সিজেন সরবরাবহকারী সংস্থার নম্বর মিলবে তাঁর প্রোফাইলে। অনুরাগীদের সুবিধার্ধে নিজের প্রোফাইলে কোভিড পরিস্থিতিতে প্রয়োজনীয় যাবতীয় নম্বর শেয়ার করে রেখেছেন তিনি।
একই ছবি টলিউডের অপর অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রোফাইলেও। কোভিড পরিস্থিতিতে কেবল অক্সিজেন নয়, জরুরি প্লাজমাও। সেই কথা মাখায় রেখেছেন স্বস্তিকা। এছাড়াও রয়েছে গোটা কলকাতার বিভিন্ন মেডিকেল সাহায্যের জন্য জরুরি ফোন নম্বর।
স্বস্তিকা বা সৃজিতের আগেও অবশ্য নিজের প্রোফাইলে কোভিড পরিস্থিতিতে একগুচ্ছ প্রয়োজনীয় নম্বর শেয়ার করেছিলেন অভিনেত্রী ও তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। সদ্য পোষ্য চিকুকে ক্যানসারে হারিয়ে মনখারাপ তাঁর। তার মধ্যেই সহনাগরিকদের দিকে সাহায্যের হাত বাড়ালেন তিনি।
নিজের প্রোফাইল থেকে অক্সিজেন সরবরাহকারী পরিষেবার নম্বর শেয়ার করেছেন অভিনেত্রী তুহিনা দাসও।
এই তালিকায় নাম লিখিয়েছেন বলিউডের একাধিক তারকাও। সম্প্রতি সোনম কপূরকে দেখা যায় প্রয়োজনীর নম্বর শেয়ার করতে। টলিউডের ছোটপর্দার একাধিক তারকাও তাঁদের সংগ্রহে থাকা নম্বর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সবার একটাই কামনা, অতিমারি কাটিয়ে সুস্থ হয়ে উঠুক বিশ্ব।