Tollywood Celebrities Update: কথা ফুটেছে একরত্তি ইউভানের মুখে, মিষ্টি ভিডিও পোস্ট শুভশ্রীর
Tollywood Celebrities Update: আজ নিজের সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আধো আধো বোল ফুটেছে একরত্তি ইউভানের মুখে। ঝলক মিলল অভিনেত্রীর পোস্টে।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই খুদে ইউভানের (Yuvaan) সমস্ত আপডেট পেতে থাকেন অনুরাগীরা। তাঁর বেড়ে ওঠা, নিত্য নতুন কীর্তি সমস্ত মুহূর্তই ক্যামেরাবন্দি করেন মা-বাবা। তাঁদের পোস্টের মাধ্যমে অনুরাগীরাও ইউভানের সঙ্গে মেতে ওঠেন।
আজ নিজের সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আধো আধো বোল ফুটেছে একরত্তি ইউভানের মুখে। তারই ঝলক মিলল অভিনেত্রীর ৬ সেকেন্ডের ছোট্ট ভিডিওয়।
অনুরাগীদের উদ্দেশে আদুরে সম্বোধন মিলল ইউভানের মুখ থেকে। ভিডিওর শুরুতে সকলকে 'হাই' বলেন শুভশ্রী। এরপর মায়ের দেখাদেখি ইউভানও বলে ওঠে 'হাই'। অবাক চোখে ক্যামেরার দিকে তাকিয়ে থেকে সকলকে মিষ্টি 'হাই' বলতেই মন জয় অনুরাগীদের। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'Hi from us'।
View this post on Instagram
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পোস্টে ইতিমধ্যেই ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। সেই সঙ্গে খুদে ইউভানকে ভালবাসা পাঠিয়েছেন টলিউড তারকারাও।