Tollywood Update: 'আমার সঙ্গে অন্তত জেলুসিল করতেই হবে,' পরাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার অঙ্কুশের
Tollywood Update: সকলের মুখে মুখে ঘুরছে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য অভিনয়ের কথা। এই বয়সেও 'যুবক' পরাণ যা করেছে, তার কিছু ঝলক ছবি মুক্তির আগে দেবের সোশ্যাল মিডিয়া থেকেই জানা গিয়েছিল।
কলকাতা: বড়দিনের আগেই মুক্তি পেয়েছে দেব (Dev) ও পরাণ বন্দ্য়োপাধ্যায় (Paran Badyopadhyay) অভিনীত ছবি 'টনিক' (Tonic)। করোনার হানা কাটিয়ে সিনেপ্রেমী বাঙালিকে হলমুখী করেছিল দেবের 'গোলন্দাজ'। ফের একবার রেকর্ড ব্যবসা করল দেবের 'টনিক'। প্রথম থেকেই হাউসফুল। সকলের মুখে মুখে ঘুরছে বর্ষীয়াণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য অভিনয়ের প্রশংসা। এই বয়সেও যেসব কীর্তি কলাপ করেছেন 'যুবক' পরাণ তার কিছু ঝলক ছবি মুক্তির আগে দেবের সোশ্যাল মিডিয়া থেকেই জানা গিয়েছিল। ছবিতে তার প্রতিফলন চোখে পড়ার মতো। তবে শুধু অনুরাগীরাই নন, পরাণ বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসায় পঞ্চমুখ টলিউডের অন্যান্য তারকারাও। এই যেমন ধরুন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। ছবি দেখে তাঁরা এতই আপ্লুত, সোজা হাজির হয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আদরের পরাণ দাকে আদরে ভরিয়ে ভিডিও পোস্ট করতেও ভোলেননি অঙ্কুশ।
ভিডিওয় দেখা যাচ্ছে চেয়ারে বসে রয়েছেন পরাণ। তাঁকে একদিক থেকে ঐন্দ্রিলা জড়িয়ে রয়েছেন, অন্যদিক থেকে অঙ্কুশ। অভিনেতার কথায়, 'কালকে আমরা সব বন্ধুবান্ধব মিলে টনিক দেখেছি। আমি, ঐন্দ্রিলা, দেব, ছবির সঙ্গে যারা যুক্ত ছিল সকলে মিলে ছবিটা দেখলাম।' তবে ছিলেন না পরাণ দা। তাতে খানিক দুঃখ করে ঐন্দ্রিলা বলেন, 'আমাদের খুব মন খারাপ করেছে তাই।' কিন্তু সশরীরে হাজির না থাকলেও তাকে যে প্রত্যেক মুহূর্তে উপভোগ করেছেন এই জুটি তা ভিডিও দেখেই স্পষ্ট।
আরও পড়ুন: Darshana Banik Exclusive: নতুন বছরে আত্মসম্মানকে বেশি মূল্য দিতে চাই: দর্শনা বণিক
অঙ্কুশ বলতে থাকেন, 'ছবি দেখে মনে হয়েছিল তখনই পরাণ দার বাড়ি ছুট্টে চলে যাই।' তাঁর কাছে এসে কী করতে চেয়েছিলেন অঙ্কুশ? অজস্র চুম্বনে পরাণকে ভরিয়ে দিয়ে, আদর করে অঙ্কুশের বক্তব্য এই বয়সেও যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে হলভর্তি মানুষের হাততালি, সিটি আদায় করে নেওয়া যায়, সেটা শেখার মতো। গোটা সময়টায় বাচ্চাদের মতো হেসে কুটোপাটি খেলেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
মিষ্টি ভিডিওটিতে শুধু একরাশ ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। তবে ভিডিও শেষে অঙ্কুশের আবদার পরাণের কাছে, 'দেবের সঙ্গে টনিক করেছ, আমার সঙ্গে অন্তত জেলুসিল করতে হবে।' অন্যদিকে ঐন্দ্রিলার আবদার, 'আমার সঙ্গে তাহলে কাফ-সিরাপ।'
View this post on Instagram
অতিমারীর দুঃসময়ে গৃহবন্দি জীবনে যেন সত্যিই টনিকের কাজ করেছে এই ছবি। সিনেমাপ্রিয় বাঙালি হলভর্তি করে দেখতে গেছে 'টনিক'। এমনকী মুক্তির এক সপ্তাহ পরের উইকেন্ডও হাউসফুল চলেছে এই ছবি। চাহিদা দেখে বাড়ানো হয় পর্দার সংখ্যাও। এই বিপুল পরিমাণ সাড়া পেয়ে উচ্ছ্বসিত দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ 'টনিক' ছবির গোটা টিম।