Darshana Banik Exclusive: নতুন বছরে আত্মসম্মানকে বেশি মূল্য দিতে চাই: দর্শনা বণিক
Darshana Banik Exclusive: নতুন বছরে বেশ কিছু রেজলিউশন (New Year Resolution) নিয়ে শুরু করেছেন অভিনেত্রী। যার মধ্যে প্রথম, নতুন কিছু শেখার ইচ্ছে। অভিনেত্রী চান, এই বছর মন শান্তিতে থাকুক, খুশিতে থাকুক।
কলকাতা: বছরশেষেও ব্যস্ততা ছিল তুঙ্গে। নতুন বছর শুরুর আগেই বেশ কয়েকটি নতুন ছবির ঘোষণা হয়েছে তাঁর। ফলে ২০২২ সালও বেশ কর্মব্যস্তই কাটবে বলাই বাহুল্য। তারই মাঝে সময় বের করে এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে নতুন বছর নিয়ে আশার কথা শোনালেন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)।
নতুন বছরে বেশ কিছু রেজলিউশন (New Year Resolution) নিয়ে শুরু করেছেন অভিনেত্রী। যার মধ্যে প্রথম, নতুন কিছু শেখার ইচ্ছে। দর্শনার কথায়, 'একটা দুটো অন্তত নতুন কিছুর শিখতে চাই। কারণ আমি দেখেছি নতুন কিছু শিখলে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে, মনোযোগ বাড়ে। লকডাউনেই তো এই একাধিক অনলাইন কোর্স বা ছোট ছোট ক্র্যাশ কোর্স শুরু হয়েছে। ২০২১ সালেও এরকম কিছু কোর্স আমি করেছি, ভাল লেগেছে। এছাড়া নিজের শখগুলো বেশি করে পূরণ করব, ব্যস্তও থাকব, নিজেকে ফিট রাখার চেষ্টা করব আবার খানিক 'মি-টাইম'ও কাটাব। সবমিলিয়ে খুব শান্তিতে আনন্দে থাকতে চাই।'
আরও পড়ুন: Paran Bandopadhyay Exclusive: 'গোটা বছরটা যেন হোঁচট খেতে খেতে পথ হাঁটলাম'
নতুন বছরটাকে কীভাবে দেখতে চান দর্শনা? প্রশ্ন শুনে প্রথমেই মুখে এল করোনার কথা। বলছেন, 'একদম প্রথমেই একটা বদল দেখতে চাই। করোনা মোকাবিলা করার ওষুধ আসছে শুনেছি, সেটা যেন তাড়াতাড়ি চলে আসে। বুস্টার ডোজ যেন দুর্দান্ত কাজ করে। করোনা, ডেল্টা, ওমিক্রন এই নামগুলো গোটা পৃথিবী থেকে মুছে যাক, এটা প্রথম বদল চাই এই বছরে। আর করোনার জন্য সকলেরই কমবেশি কিছু না কিছু ক্ষতি হয়েছে। তাই চাই এই করোনা এবার বিদায় হোক, আর সবকিছু নর্মাল হোক। সবাই নতুন করে কাজ শুরু করুক, যাঁদের ঘুরতে যেতে ভাল লাগে, যাদের চাকরি গেছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সবকিছু নতুন করে শুরু হোক, স্বাভাবিক হোক।'
২০২১ সালে কোনও এমন ভুল করেছেন যার জন্য আফশোস হয়? '২০২১ সালে অনেকগুলো ভুল করেছি। আমি একটু বেশি ইমোশনাল। অনেকক্ষেত্রেই সেটা খুব বেশি হয়ে গিয়েছিল। মানে কিছু পরিস্থিতি সামলাতে গিয়ে আবেগের দিক থেকে বিচার করে ফেলেছি। মানে সেই স্বভাবটা হয়তো বদলাতে পারব না তবে এই বছরে নিজের মূল্যটা বেশি করে বোঝার চেষ্টা করব। সবকিছু আকাশ-পাতাল বদলে তো যাবে না কিন্তু আমি নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই আরও একটু বেশি।'
২০২১ সালে এমন কী করে উঠতে পারেননি যা এবছর করতে পূরণ করতে চান অভিনেত্রী? 'আমি ড্রাইভিং পারি কিন্তু একটু ভয় পাই। অভ্যেস করলে ঠিক হয়ে যাবে আমি জানি। সেটা ২০২১ সালে করে ফেলার ইচ্ছে ছিল। মানে গাড়ি নিয়ে নিজেই চলে যেতে পারি যাতে। হয়তো গাড়ি নিয়ে বাড়ি থেকে শ্যুটিং চলে গেলাম নিজেই ড্রাইভ করে। পেশাদার ড্রাইভার ছাড়া গাড়ি চালানোর আত্মবিশ্বাসটা প্রয়োজন। সেটা এই বছরে নিশ্চিতভাবে করতে চাই। সেই কারণে চাই যেন আরও মনের জোর বাড়ে, শরীর সুস্থ থাকে। মন শান্তিতে থাকুক, খুশিতে থাকুক সেই চেষ্টাই করব।'
গত দুই বছরের খরা কাটিয়ে নতুন বছরে বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন দর্শনা বণিক। 'জানি না অবশ্য কেমন পরিস্থিতি হবে এই বছরে। তবে সব ঠিক থাকলে আমেরিকার কিছু বিশেষ জায়গা, মলদ্বীপ, গোয়া আর মিশর যাওয়ার খুব ইচ্ছে।'
তবে সবচেয়ে আশার কথা ২০২২ সালে একাধিক কাজ মুক্তি পেতে চলেছে দর্শনার। বিস্তারে জানিয়ে অভিনেত্রী বলেন,'বাংলাদেশের দুটো ছবি মুক্তি পাওয়ার কথা আছে। 'জালবন্দি' নামে বাংলা ছবি মুক্তি পেতে পারে। একটা হিন্দি ছবির শ্যুটিং চলছে সেটাও রিলিজ হওয়ার কথা আছে।' তারপর খানিক থেমে হেসে আরও বলেন দর্শনা, 'দক্ষিণের তিনটে কাজ মুক্তি পাওয়ার কথা আছে। তাই করোনার এই প্রকোপ কমুক, কাজগুলো মুক্তি পাক, এটা ভীষণভাবে চাই। এছাড়া 'সুপারম্যান' ছবির কাজ শুরু হবে।'
আপাতত সব কাজ স্বাভাবিকভাবে হোক, করোনার আতঙ্ক কাটিয়ে সব আগের পরিস্থিতিতে ফিরে আসুক এই আশায় নতুন বছরে পা দিলেন অভিনেত্রী দর্শনা বণিক।