Tollywood Update: ফের প্রেমের ছবিতে বাজি বিক্রম, এবার 'সঙ্গী' সোহিনী
Vikram Sohini: সদ্য মুক্তি পেয়েছে বিক্রম ও শোলাঙ্কির ছবি শহরের উষ্ণতম দিনে। বক্সঅফিসে ভালই ব্যবসা করেছে এই ছবি।
কলকাতা: মধুমিতা সরকার (Madhumita Sircar), শোলাঙ্কি রায় (Solanki Roy)-এর সঙ্গে জুটি বাঁধার পরে এবার নতুন ছবিতে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। বিপরীতে সোহিনী সরকার (Sohini Sarkar)। দিব্য চট্টোপাধ্যায়ের (Dibya Chatterjee)-র নতুন ছবি 'অমরসঙ্গী' (Amar Shangi) ছবিতে জুটি বাঁধছেন তাঁরা। বাংলা ছবিতে আসছে আরও এক নতুন জুটি।
সদ্য মুক্তি পেয়েছে বিক্রম ও শোলাঙ্কির ছবি শহরের উষ্ণতম দিনে (Sohorer Ushnotomo Dine)। বক্সঅফিসে ভালই ব্যবসা করেছে এই ছবি। একেবারে নতুন যুগের চরিত্রেরা, এক প্রেমের গল্পই ছিল এই ছবির ইউএসপি। আর নতুন জুটিতে বিক্রম ফের নিয়ে আসবেন আরও এক প্রেমের গল্প।
সোশ্যাল মিডিয়ায় আজ নতুন ছবির লুক শেয়ার করে নিয়েছেন বিক্রম। সোশ্যাল মিডিয়ায় লুকের ছবি শেয়ার করে বিক্রম লিখেছেন, 'গুরুদেব বলেছেন, প্রেম অমর, অবিনশ্বর, মৃত্যুও যাকে ছুঁতে পারবে না। নাকি বাস্তবতায় দিব্যি পারবে! সেই চু কিত -কিত প্রশ্ন নিয়ে আমাদের আগামী নিবেদন, এক আশ্চর্য প্রেমের জাদুবাস্তবতা মাখা গপ্পো 'অমরসঙ্গী'। আর আমরণ এই সঙ্গী থাকার পণ করেছি আমি আর সোহিনী সরকার।'
কমেডির মোড়কে রোম্যান্টিক জুটির গল্প বলবে এই ছবি। অভিনব ঘোষ ও ড্রিমস অন সেল-এর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। খুব তাড়াতাড়িই শুরু হবে এই ছবির কাজ। এর আগে বিক্রমের ছবি বাজিমাৎ করেছে প্রেমের গল্পকে ভর করেই। তাই কি টলিউডে ফের এখ নির্মল প্রেমের গল্প বলতে বাজি বিক্রম? উত্তর দেবে সময়।
অন্যদিকে, আপাতত আরও এক ছবির কাজ চলছে বিক্রমের। শিলাদিত্য মৌলিকের (Shiladitya Maulick)-এর নতুন ছবি, 'কে প্রথম কাছে এসেছি' (Ke Prothom Kache Asechi)-তে মুখ্যভূমিকায় রয়েছেন বিক্রম। অরুণাচলে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শ্যুটিং। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন, মধুমিতা সরকার (Madhumita Sircar), দর্শনা বণিক (Darshana Banik)।
এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আগামী কাজ নিয়ে বিক্রম বলেছিলেন, 'আমি সবসময় এমন কাজ করতে চাই যেটা আমায় একজন আরও ভাল অভিনেতা তৈরি করবে। সেটা সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক বা ধারাবাহিক। তবে এই মুহূর্তে আমি ছবির কাজ নিয়ে যেভাবে ব্যস্ত, তাতে ধারাবাহিককে সময় দেওয়া মুশকিল। আমি কখনোই চাইব না একটা ধারাবাহিক শুরু করার পরে কোনও টিম আমায় নিয়ে বিপদে পড়ুক।'
আরও পড়ুন: Manish Wadhwa: 'চাণক্য' থেকে 'গদর ২' ছবির মেজর জেনারেল হামিদ ইকবাল, কে এই মণীশ ওয়াধওয়া?