Tollywood Updates: বড় চমক! প্রথমবার একসঙ্গে লাইভে আসবেন জিৎ ও প্রসেনজিৎ, কবে? কখন?
Aye Khuku Aye: এদিন টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সুখবরটি দিয়েছেন।
![Tollywood Updates: বড় চমক! প্রথমবার একসঙ্গে লাইভে আসবেন জিৎ ও প্রসেনজিৎ, কবে? কখন? Tollywood Updates: prosenjit chatterjee and jeet coming together in a live for the first time, know in details Tollywood Updates: বড় চমক! প্রথমবার একসঙ্গে লাইভে আসবেন জিৎ ও প্রসেনজিৎ, কবে? কখন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/14/a2c422d8c8b1c6c980d7592e36e4997f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: টলিউডের (Tollywood) দুই তারকা প্রথমবার একসঙ্গে লাইভে আসতে চলেছেন। খবর পেতেই উত্তেজিত অনুরাগীরা। একজন প্রযোজক হিসেবে। একজন অভিনেতা হিসেবে। বিনোদনের জগতে যতই বলা হোক না কেন, অভিনেতাদের মধ্যে সম্পর্ক মধুর হয় না, তা বারবার যেন চোখে আঙুল দিয়ে ভুল প্রমাণ করে দেন তাঁরা নিজেরাই। তাই প্রথমবার একসঙ্গে লাইভে আসতে চলেছেন টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং জিৎ (Jeet)।
একসঙ্গে জিৎ ও প্রসেনজিৎ-
এদিন টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সুখবরটি দিয়েছেন। অনুরাগীদের উদ্দেশে তাঁরা জানিয়েছেন যে, প্রথমবার একসঙ্গে লাইভে আসতে চলেছেন তাঁরা। তাঁদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানানো হয়েছে যে, 'সকলের উদ্দেশে একটা বড় চমক। প্রথমবার একসঙ্গে লাইভে আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ।'
প্রসঙ্গত, শীঘ্রই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত বাংলা ছবি 'আয় খুকু আয়' (Aye Khuku Aye)। এই ছবির প্রযোজক জিতের সংস্থা। আবার 'আয় খুকু আয়' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে। প্রধাণত, এই ছবির প্রচারের জন্যই প্রথমবার একসঙ্গে লাইভে আসতে চলেছেন তাঁরা। এই লাইভ অনুষ্ঠান দেখা যাবে আগামীকাল অর্থাৎ ১৫ জুন বিকেল ৪টেয়। বাংলা ছবির দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় করেছেন দর্শকেরা। পর্দায় একসঙ্গে তাঁদের কবে দেখা যাবে, তা সময়ই উত্তর দেবে। অন্তত লাইভের মাধ্যমে তাঁদের কথপোকথন দেখতে পাবেন দর্শকেরা। জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একসঙ্গে লাইভে আসার খবরে দারুণ উত্তেজিত অনুরাগীরা। তাঁরাও কমেন্টে লিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন - 'Sathi' Movie Unknown Facts: বক্স অফিসে কত টাকার ব্যবসা করে 'সাথী', জানুন এই ছবির চমক দেওয়া নানা তথ্য
'আয় খুকু আয়' ছবিটিতে বাবা মেয়ের সম্পর্কের গল্প দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির পোস্টার থেকে টিজার ট্রেলার মুক্তি পেয়েছে। প্রকাশ্যে এসেছে এই ছবির গানও। বাংলা ছবির একাধিক তারকা নিজেদের মতো কায়দায় 'আয় খুকু আয়' ছবিটির প্রচার করছেন। দর্শকেরাও পর্দায় বাবা-মেয়ের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়কে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)