Tonic and Mahananda: গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে 'টনিক' ও 'মহানন্দা', উচ্ছ্বসিত দেব-অরিন্দম
Arindam and Dev: এই বছর মোট ২৫টি ফিচার ফিল্ম ও ২০টি নন ফিচারকে বেছে নিয়েছেন গোয়া চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। ফিচার বিভাগের মধ্যে ১২জন জুরির বেছে নেওয়া ২০টি ছবির মধ্যে বাংলা থেকে একমাত্র রয়েছে 'মহানন্দা'
কলকাতা: গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত করা হবে বাংলার দুই ছবি। অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'মহানন্দা' (Mahananda) ও অভিজিৎ সেন পরিচালিত টনিক (Tonic)। ৫৩তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে প্রদর্শিত হবে 'মহানন্দা' (Mahananda)। অন্যদিকে মূল ছবির বিভাগে প্রদর্শিত হবে 'টনিক' (Tonic)।
আরও পড়ুন:Katrina Kaif: ক্যাটরিনা কাইফের বাড়ি সাজিয়ে দিলেন এই তারকাপত্নী
বাংলার তরফ থেকে মাত্র এই দুটি ছবিই জায়গা করে নিতে পেরেছে। মহাশ্বেতা দেবী (Mahasweta Devi)-র জীবন আধারিত ছবি 'মহানন্দা' ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)। অন্যদিকে 'টনিক'-এর মুখ্যভূমিকায় অভিনয় করেছেন দেব (Dev) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)।
এই বছর মোট ২৫টি ফিচার ফিল্ম ও ২০টি নন ফিচারকে বেছে নিয়েছেন গোয়া চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। ফিচার বিভাগের মধ্যে ১২জন জুরির বেছে নেওয়া ২০টি ছবির মধ্যে বাংলা থেকে একমাত্র রয়েছে 'মহানন্দা'। আগামী ২০ নভেম্বর থেকে আট দিন ধরে গোয়ায় অনুষ্ঠিত হবে এই ফিল্ম ফেস্টিভ্যাল।
সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন দেব ও অরিন্দম দুজনেই। ছবির সাফল্যে উচ্ছ্বসিত দুই তারকাই।
View this post on Instagram
View this post on Instagram