Top Entertainment News: দ্বিতীয়বার বাবা হলেন জিৎ, মুক্তি পেল 'টাইগার ৩'-এর ট্রেলার, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: জিৎ (Jeet) ও মোহনার (Mohna) কোল আলো করে এল পুত্র সন্তান (baby boy)। দ্বিতীয়বার বাবা হলেন টলিউড তারকা জিৎ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত 'টাইগার ৩' ছবির ট্রেলার ('Tiger 3' Trailer Out)। যেমন কথা দিয়েছিলেন নির্মাতারা সেই অনুযায়ী, আজ, অর্থাৎ ১৬ অক্টোবর, বেলা ১২টায় মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। অ্যাকশনে (action packed) ভরপুর ট্রেলার প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ বাড়ল আরও। দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
আমদাবাদে ভারত-পাক ম্যাচ দেখতে গিয়ে ২৪ ক্যারেট সোনার iPhone হারালেন ঊর্বশী রাউতেলা
আমদাবাদে (Ahmedabad) ভারত বনাম পাকিস্তান (India VS Pakistan) ম্যাচ দেখতে গিয়ে সোনায় মোড়া আইফোন (lost iPhone) হারালেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর্জি জানালেন, কেউ খোঁজ পেলে যেন তাঁকে খবর দেন। অনুরাগী ও পুলিশের কাছে চাইলেন সাহায্য। শনিবার গোটা দেশের নজর ছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) দিকে। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ, ভারত বনাম পাকিস্তান। ম্যাচের শেষে উচ্ছ্বসিত ভারতবাসী, সৌজন্যে অবশ্যই রোহিত-বাহিনী। কিন্তু মন খারাপ অভিনেত্রী ঊর্বশী রাউতেলার। রবিবার সোশ্যাল মিডিয়ায় কাতর আর্তি অভিনেত্রীর। লিখলেন, 'আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমি আমার ২৪ ক্যারেট আসল সোনার আইফোন হারিয়ে ফেলেছি। যদিও কেউ সেটার খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। আমার সঙ্গে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন। বা কেউ সাহায্য করতে পারে ট্যাগ করুন।' তাঁর পোস্টে অভিনেত্রী স্টেডিয়াম ও আমদাবাদ পুলিশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিকে ট্যাগও করেছেন।
অ্যাকশন অবতারে ফের বড়পর্দায় সলমন-ক্যাটরিনা জুটি
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত 'টাইগার ৩' ছবির ট্রেলার ('Tiger 3' Trailer Out)। যেমন কথা দিয়েছিলেন নির্মাতারা সেই অনুযায়ী, আজ, অর্থাৎ ১৬ অক্টোবর, বেলা ১২টায় মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। অ্যাকশনে (action packed) ভরপুর ট্রেলার প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ বাড়ল আরও। টাইগারের ভূমিকায় ফিরছেন সলমন খান। সঙ্গে তাঁর স্ত্রী জোয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ। এবার 'টাইগার ৩' ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। ট্রেলারেই প্রথম ঝলক মিলল তাঁর লুকের। তাও একেবারে শেষে গিয়ে। বহুদিন পর বড়পর্দায় একেবারে অন্য ধরনের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। বলাই বাহুল্য তাঁকে নিয়ে তৈরি হয়েছিল আলাদাই উত্তেজনা। আপাদমস্তক অ্যাকশনে ভরপুর এই ট্রেলার উত্তেজনার পারদ আরও চড়িয়েছে। ধুন্ধুমার স্টান্ট, অবলীলায় করতে দেখা গেল ক্যাটরিনাকে যা অবশ্যই নজরকাড়া। তবে এবার লড়াই কেবল দেশের জন্যই নয়, এর সঙ্গে মিশবে ব্যক্তিগত টানাপোড়েনও। টাইগারকে বেছে নিতে হবে দেশ ও পরিবারের মধ্যে যে কোনও একটাকে। কী বাছবে সে? শেষ পর্যন্ত সে কি সত্যিই 'গদ্দার' প্রমাণিত হবে? সে কি এবার হেরে যাবে? তবে ওই যে বলে, 'যব তক টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি'।
দ্বিতীয়বার বাবা হলেন তারকা জিৎ
জিৎ (Jeet) ও মোহনার (Mohna) কোল আলো করে এল পুত্র সন্তান (baby boy)। দ্বিতীয়বার বাবা হলেন টলিউড তারকা জিৎ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন সুখবর। তিনজনের পরিবার বেড়ে হল চার। কোলে এল পুত্র সন্তান। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লেখেন, 'আমাদের হৃদয়ে কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে এই সুন্দর পৃথিবীতে এসে পৌঁছেছে আমাদের ছোট্ট পুত্র সন্তান। আপনাদের প্রার্থনায় রাখুন আমাদের। ভালবাসার সহিত, নবন্যা, মোহনা ও জিৎ।' গত ২৭ সেপ্টেম্বর, সন্তান আগমনের খবর দেন অভিনেতা। সেদিন ফটোশ্যুটের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ প্রয়োজন।' জিতের মেয়ের বয়স ১১ বছর। দুটি পোস্ট করেন জিৎ। দ্বিতীয় পোস্টের ক্যাপশনে রাখেন খানিক মশকরাও।
১১ বছর পেরল সেফ-করিনার সংসার
পায়ে পায়ে ১১ বছর পার করে ফেলল তাঁদের বিবাহিত জীবন। সম্পর্কটা যেমন একদিকে চূড়ান্ত কটাক্ষের মুখে পড়েছিল, তেমনই পেয়েছিল শুভেচ্ছাও। আজ থেকে ১১ বছর আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও সেফ আলি খান (Saif Ali Khan)। আজ তাঁদের বিবাহিত জীবনের একটা ছোট্ট ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন করিনা। সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে সেফ ও করিনা। স্ত্রী ব্যস্ত পিৎজা খেতে আর খুনসুটি করে সেইদিকেই আঙুল তুলে দেখাচ্ছেন সেফ। ছবিটি শেয়ার করে করিনা লিখেছেন, 'এটাই আমরা। তুমি, আমি এবং পিৎজা.. চিরকালের ত্রিকোণ প্রেম। শুভ বিবাহবার্ষিকী হাজব্যান্ড।' বিয়ে নিয়ে একাধিকবার, বিভিন্ন সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন করিনা। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'যখন বিয়ের সিদ্ধান্ত নিই, অনেকেই আমায় সতর্ক করেছিলেন, বিয়ের পরে নাকি কেরিয়ার শেষ হয়ে যাবে। সেইসময় আমি প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম সেফের। আমার মনে হয়েছিল, ঠিক আছে। আমার বিয়ে হয়ে গিয়েছে বলে পরিচালক-প্রযোজকেরা যদি আমায় কাজ দিতে না চান, তাহলে সেটা তাঁদের সমস্যা। আমার নয়। যদি আমি খারাপ ভাবি, সমস্যা হবে বলে পিছিয়ে আসি, তাহলে আমার সঙ্গে ঠিক সেগুলোই হতে থাকবে। কেরিয়ারের কথা ভেবে আমি কখনও বিয়ের সিদ্ধান্ত থেকে সরিনি।'
'গার্লস ট্রিপ'-এ মলদ্বীপ গেলেন পরিণীতি
বিয়ের পরে মধুচন্দ্রিমায় নয়, বরং 'গার্লস গ্যাং' (Grils Gang) -এর সঙ্গে বিদেশ সফরে পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নায়িকা। মলদ্বীপে সময় কাটাচ্ছেন তিনি, সঙ্গী রাঘব চড্ডা (Raghav Chaddha) নন... বরং বিয়ের চূড়া! বিয়ের পরে কাজে ফিরেছেন পরিণীতি, তবে নিয়ম মেনে বজায় রেখেছেন সিঁদুর ও চূড়া পরা। বিভিন্ন পরিবারে বিভিন্ন নিয়ম থাকে এই চূড়া পরা নিয়ে। এটিকে শুভ বলে মনে করা হয়। সেই প্রথা মেনেই, মার্জার সরণী থেকে শুরু করে মলদ্বীপ ভ্রমণ, পরিণীতির সঙ্গী তাঁর বিয়ের গোলাপি সেই চূড়া। তাঁর কপালে রয়েছে সিঁদুরও। এর আগে, বিভিন্ন জায়গায়, বিমান বন্দরেও সিঁদুর দেখা গিয়েছিল পরিণীতির। অভিনেত্রী প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটি ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছিলেন। সেখানে কেবল দেখা গিয়েছিল নীল সমুদ্র ও পরিণীতির হাতের চূড়া। সেখানে পরিণীতি লিখেছিলেন, তিনি হানিমুনে যাননি। এরপরে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরিণীতি। কালো স্নান পোশাকে স্যুইমিং পুলে দেখা গেল তাঁকে। ভিজে চুল, সেখানেও তাঁর সঙ্গী চূড়া। ক্যাপশনে পরিণীতি লিখেছেন, 'মধুচন্দ্রিমা নয়। ছবিটি আমার ননদ তুলেছে।' সুতরাং বোঝাই যাচ্ছে, কেবল বন্ধুরা নয়, পরিণীতির সঙ্গী হয়েছেন তাঁর শ্বশুরবাড়ির পরিবারের মানুষেরাও।
আরও পড়ুন: Paran Banerjee Exclusive: তাড়া করে বেড়ায় কৈশোরের স্মৃতি, পুজোয় আজও নতুন পোশাক পরতে পারেন না পরাণ!