কলকাতা: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অস্কার পেয়েছে ড্যকুমেন্টরি শর্ট ফিল্ম দ্য এলিফ্যান্ট হুইসপারারস। ওটিটিতে মুক্তিপ্রাপ্ত এই ডক্যুমেন্টরি শর্টফিল্মটিতে একটি হাতির শাবকের কাহিনি দেখানো হয়েছে। তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় অভয়ারণ্যে একটি অনাথ হস্তি শাবক রঘুর সঙ্গে এক দরিদ্র দম্পতির সম্পর্কের ছবি এই সিনেমার সম্পদ। কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত এই ডক্যুমেন্টরি শর্টফিল্মই পেয়েছে অস্কার। আর এতেই অবদান রয়েছে এক বঙ্গ তনয়ারও। দ্য এলিফ্যান্ট হুইসপারারস-এর সম্পাদনার দায়িত্বে ছিলেন কলকাতার মেয়ে সঞ্চারী দাস মল্লিক। পাঁচ বছর ধরে পাঁচ জন ক্য়ামেরাম্য়ানকে নিয়ে শ্য়ুটিং হয়েছে এই তথ্য়চিত্রের। সবমিলিয়ে ৫০০ ঘণ্টার ফুটেজ ছিল। জেলে বসেই টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার। সর্বসমক্ষে ফের চরম পরিণতির হুমকি। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় ছিলেন অভিনেতা সলমন খান। আর তাতেই ফের নড়েচড়ে বসল মুম্বই পুলিশ। সলমনের জব্য বরাদ্দ নিরাপত্তা ফের পর্যালোচনা করে দেখা হচ্ছে। প্রয়োজন বুঝলে তা বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে (Salman Khan's Security)। বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
কলকাতার মেয়ের অস্কার
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অস্কার পেয়েছে ড্যকুমেন্টরি শর্ট ফিল্ম দ্য এলিফ্যান্ট হুইসপারারস। ওটিটিতে মুক্তিপ্রাপ্ত এই ডক্যুমেন্টরি শর্টফিল্মটিতে একটি হাতির শাবকের কাহিনি দেখানো হয়েছে। তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় অভয়ারণ্যে একটি অনাথ হস্তি শাবক রঘুর সঙ্গে এক দরিদ্র দম্পতির সম্পর্কের ছবি এই সি
নেমার সম্পদ। কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত এই ডক্যুমেন্টরি শর্টফিল্মই পেয়েছে অস্কার। আর এতেই অবদান রয়েছে এক বঙ্গ তনয়ারও। দ্য এলিফ্যান্ট হুইসপারারস-এর সম্পাদনার দায়িত্বে ছিলেন কলকাতার মেয়ে সঞ্চারী দাস মল্লিক। পাঁচ বছর ধরে পাঁচ জন ক্য়ামেরাম্য়ানকে নিয়ে শ্য়ুটিং হয়েছে এই তথ্য়চিত্রের। সবমিলিয়ে ৫০০ ঘণ্টার ফুটেজ ছিল। মেয়ের সাফল্যে গর্বিত মা-বাবা। সঞ্চারীর মা শুভা দাস মল্লিক জানান, 'মন ছটফট করছিল, উদ্বেগে ছিলাম। মন বলছিল পেতে পারে। অনেক ইক্যুয়েশন থাকতে পারে।' পাশাপাশি, সঞ্চারীর বাবা সাধনকুমার দাস মল্লিক জানান, ' সঞ্চারীর এই সাফল্য়ে আমরা উচ্ছ্বসিত। প্রচুর মানুষের ফোন করছেন। ভীষণ ভাল লাগছে।'
বাহুডোরে ধরা দিলেন স্বরা-ফাহাদ
অভিনেত্রী স্বরা ভাস্কর এখন বিবাহিত। রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে ৬ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন 'নীল বাটে সান্নাটা'অভিনেত্রী। গত ১৬ ফেব্রুয়ারি নিজের ট্যুইটার ও ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে এই সুখবর নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। আর এবার তিনি প্রকাশ্য়ে আনলেন সঙ্গীত ও মেহেন্দির ছবি। মেহেন্দির সন্ধ্য়ায় গাঢ় কমলা রঙের পোশাকে সেজেছিলেন স্বরা। সঙ্গে ছিল মানানসই গয়না। আর ওই দিন ফাহাদ সেজেছিলেন ঘিয়ে রঙের পোশাকে। দুজনের প্রেমের রসায়ন ধরা পড়েছে এই অনুষ্ঠানের প্রতিটি ছবিতে। অন্য়দিকে, সঙ্গীতের দিন লাল শাড়িতে ধরা দিয়েছিলেন স্বরা, আর ফাহাদ ছিলেন ফর্মাল পোশাকে। স্বরার পোস্ট করার পরই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের ছবি। প্রসঙ্গত, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বা বিশেষ বিবাহ আইন অনুযায়ী রেজিস্ট্রি সেরেছিলেন স্বরা ও ফাহাদ। মায়ের শাড়ি ও গয়না পরে, খুন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের মানুষদের নিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীদের মধ্যে স্পষ্টভাষী ও দৃঢ় বলেই পরিচিতি রয়েছে স্বরার। আর তাই জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে তিনি যে ছকভাঙা পথে হাঁটবেন সে আর নতুন কী! বিয়ের ছবি ট্যুইটারে শেয়ার করে স্বরা লিখেছিলেন, 'ভালবাসাকে সুযোগ দেওয়ার জন্য এমন যে একটি আইন রয়েছে, তাতে আমি ধন্য। নিজের পছন্দ মতো সঙ্গী নির্বাচন, তাঁকে বিয়ে করার অধিকার, এগুলো যেন বিশেষ সুবিধা হিসেবে দেখা না হয়। এগুলো যেন স্বাভাবিক ভাবেই অর্জন করে মানুষ।'
কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ ফেরাবেন বনি?
নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে গিয়েছে টলিউডের। ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে অভিনেতা বনি সেনগুপ্তর (Bonny Sengupta)। কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকায় গাড়ি কিনেছিলেন বলে স্বীকার করেছেন বনি। যদিও তাঁর দাবি, পারিশ্রমিক হিসেবেই ওই টাকা পেয়েছিলেন তিনি। কিন্তু তদন্তে নাম জড়ানোয় এ বার কি ওই টাকা ফেরত দেবে বনি? জবাব দিলেন খোদ অভিনেতাই (SSC Case)। কুন্তলের সঙ্গে লেনদেনের বিষয়টি সামনে আসতেই দফায় দফায় বনিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। মঙ্গলবারও সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের সামনে হাজির হন বনি। সেখানে টাকা ফেরত দেবেন কিনা, জানতে চাওয়া হয় অভিনেতার কাছে। জবাবে তিনি বলেন, "না না, এ সব আমার টাকা।" ধৃত কুন্তল ঘোষের সঙ্গে বনির যোগাযোগ নিয়ে বহু প্রশ্ন উঠে আসছিল বিভিন্ন মহলে। তবে সব প্রশ্নের উত্তর কার্যত এক কথায় বুঝিয়ে দিলেন অভিনেতা বনি। মঙ্গলবার ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, তিনি দাবি করলেন, যে টাকা নিয়ে বিতর্ক, সেই টাকা তাঁরই।
প্রয়াত শাহরুখ, সলমনের সহ অভিনেতা
শাহরুখ খান (Shah Rukh Khan) তখনও বলিউডের বাদশা হননি| বরং বি টাউনে প্রতিষ্ঠিত হতে লড়াই করছেন| ছোট পর্দায় অবশ্য বেশ পরিচিতি পেয়ে গিয়েছেন ততদিনে| তাঁর অভিনীত 'সার্কাস' গোটা দেশে বেশ সাড়া ফেলে দিয়েছিল| 'সার্কাস' ধারাবাহিকে শাহরুখের সহ অভিনেতা ছিলেন সমীর খাখড় (Sameer Khakhar)| বুধবার প্রয়াত হলেন তিনি| দীর্ঘদিন ধরে ভুগছিলেন| তাঁর মাল্টি অর্গ্যান ফেলিওর হয়েছিল বলে পরিবার সূত্রে খবর। সমীরের বয়স হয়েছিল ৭১ বছর। 'সার্কাস' ছাড়াও 'নুক্কড়' ধারাবাহিকেও অভিনয় করেছেন সমীর। মুম্বইয়ের বোরিভালিতে এম এম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সমীরকে। তাঁর শ্বাসকষ্ট ছিল| 'নুক্কড়' ধারাবাহিকে সমীর অভিনীত চরিত্রের নাম ছিল খোপড়ি। বেশ জনপ্রিয় হয়েছিল সেই চরিত্র।
সলমনের নিরাপত্তা বাড়ানোর ভাবনা
জেলে বসেই টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার। সর্বসমক্ষে ফের চরম পরিণতির হুমকি। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় ছিলেন অভিনেতা সলমন খান। আর তাতেই ফের নড়েচড়ে বসল মুম্বই পুলিশ। সলমনের জব্য বরাদ্দ নিরাপত্তা ফের পর্যালোচনা করে দেখা হচ্ছে। প্রয়োজন বুঝলে তা বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে (Salman Khan's Security)। এবিপি নিউজের 'অপারেশন দুর্দান্ত' অনুষ্ঠানে জেল থেকে সাক্ষাৎকার দেন লরেন্স (Lawrence Bishnoi)। সেখানে খোলাখুলিই সলমনকে হুমকি দিতে শোনা যায় তাঁকে। লরেন্স জানান, জাম্বেশ্বরজির মন্দিরে গিয়ে সলমনকে বিষ্ণোই সমাজের মানুষের সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় চরম পরিণতি হবে অভিনেতার। লরেন্সের বক্তব্য, "সলমন খানকে নিয়ে আমাদের সমাজে ক্ষোভ রয়েছে। আমাদের সমাজকে চরম অপমান করেছেন উনি। ওঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল বটে। কিন্তু নিজে থেকে উনি ক্ষমা চাননি আমাদের কাছে। ক্ষমা না চাইলে চরম ফল ভুগতে হবে ওঁকে। কারও উপর আর নির্ভর করে বসে থাকব না আমি।"