Top Entertainment News Today: মৃত্যুদিনে ফিরে দেখা সুশান্তকে, মানালির নতুন ধারাবাহিক, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: ৩ বছর আগে আজকের দিনেই পৃথিবী ছেড়ে পরলোকে চলে গিয়েছিলেন বলিউডে অন্য়তম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। পর্দার 'এম এস ধোনি'র মৃত্যু আজও বিশ্বাস করতে পারেন না তাঁর অনুরাগীরা। আজ তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে অদেখা একটি ভিডিও শেয়ার করলেন রিয়া চক্রবর্তী। যেখানে দেখা যাচ্ছে, কোনও পাহাড়ী জায়গায় একটি টিলার ওপর বসে আছেন সুশান্ত ও রিয়া। বেশ খোশমেজাজেই ভিডিতে দেখা মিলল তাঁদের।, পিঙ্ক ফ্লয়েডের আইকনিক ট্র্যাক 'উইশ ইউ উইয়ার হিয়ার' গানটি যোগ করেছেন ভিডিওর সঙ্গে। প্রথম ছবির নায়ক, না ভোলার মতো একজন বন্ধু, হয়তো তার চেয়ে অনেক বেশি কিছু.. সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput), সারা আলি খান (Sara Ali Khan)-এর মনে এখনও একই রকম ঝলমলে, উজ্জ্বল। আজ তাঁর মৃত্যুদিন। ৩ বছর আগে আজকের দিনেই মৃত্যুকে বেছে নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। যাঁর মিষ্টি হাসি, মন ছুঁয়ে যাওয়া অভিনয় চিরকাল লেগে থাকবে দর্শকদের মনে। আর আজ, নায়কের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি হাতড়ালেন নবাব কন্যা। সুশান্তের স্মৃতিচারণা ছাড়াও আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
সুশান্তের মৃত্যুবার্ষিকীতে সারা লিখলেন..
প্রথম ছবির নায়ক, না ভোলার মতো একজন বন্ধু, হয়তো তার চেয়ে অনেক বেশি কিছু.. সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput), সারা আলি খান (Sara Ali Khan)-এর মনে এখনও একই রকম ঝলমলে, উজ্জ্বল। আজ তাঁর মৃত্যুদিন। ৩ বছর আগে আজকের দিনেই মৃত্যুকে বেছে নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। যাঁর মিষ্টি হাসি, মন ছুঁয়ে যাওয়া অভিনয় চিরকাল লেগে থাকবে দর্শকদের মনে। আর আজ, নায়কের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি হাতড়ালেন নবাব কন্যা। সোশ্যাল মিডিয়ায় আজ তাঁর প্রথম ছবি 'কেদারনাথ' (Kedarnath)-এর ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা। এই ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন তিনি। আজ সুশান্ত নেই, সারার স্মৃতিতে উঠে এল, তাঁর সঙ্গে প্রথমবার কেদারনাথে রওনা হওয়ার স্মৃতি। হেলিকপ্টারে করে শ্যুটিং স্পটের দিকে রওনা হওয়ার একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। লিখেছেন, 'কেদারনাথের রাস্তায় যাওয়ার পথে প্রথমবার। তখন আমরা শ্যুটে যাচ্ছিলাম। আমি জানি আর কখনও আমার এই অনুভূতি হবে না! কিন্তু আমি জানি, এই অ্যাকশন-কাট, সূর্যোদয়-সূর্যাস্ত, নদী, চন্দ্রালোকিত রাত্রি, কেদারনাথ, ভগবান... এই সমস্তকিছুর মধ্যেই তুমি আছো। তারাদের মধ্যে ঝলমল করো.. কেদারনাথ থেকে আন্দ্রোমেদা পর্যন্ত।'
পাঁচ নারীর বন্ধুত্বের গল্প বলবে মানালির নতুন ধারাবাহিক
'ধূলোকণা'-র পরে আবার ধারাবাহিকের মুখ্যচরিত্রে মানালি দে (Manali Dey)। শুধু তিনি নন, নতুন ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। এছাড়াও ধারাবাহিকে থাকছেন বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) ও সৃজনী মিত্র (Srijani Mitra)। এখনও প্রকাশ্যে আসেনি এই ধারাবাহিক সম্প্রচারের টাইম-স্লট। প্রোমো মনে ধরলেও কমেন্টবক্সে চোখ রাখতে দেখা গেল আশঙ্কা। অন্যান্য ধারাবাহিকের মতো এই গল্পও একঘেয়ে হয়ে যাবে না তো? সে উত্তর অবশ্য দেবে সময়।
রিয়ার সুশান্ত স্মরণ
৩ বছর আগে আজকের দিনেই পৃথিবী ছেড়ে পরলোকে চলে গিয়েছিলেন বলিউডে অন্য়তম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। পর্দার 'এম এস ধোনি'র মৃত্যু আজও বিশ্বাস করতে পারেন না তাঁর অনুরাগীরা। আজ তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে অদেখা একটি ভিডিও শেয়ার করলেন রিয়া চক্রবর্তী। যেখানে দেখা যাচ্ছে, কোনও পাহাড়ী জায়গায় একটি টিলার ওপর বসে আছেন সুশান্ত ও রিয়া। বেশ খোশমেজাজেই ভিডিতে দেখা মিলল তাঁদের।, পিঙ্ক ফ্লয়েডের আইকনিক ট্র্যাক 'উইশ ইউ উইয়ার হিয়ার' গানটি যোগ করেছেন ভিডিওর সঙ্গে।
বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে প্রথমবার অভিনয়ের সুযোগ ম্রুণাল ঠাকুরের
এবার বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)-র সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন সিনেমার মহরতের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। ছবির নাম SVC : 54। শ্রী ভেঙ্কটেশস্বরা ক্রিয়েসনের সঙ্গেও এটি প্রথম কাজ হতে চলেছেন ম্রুণালের। ২০২২ সালে তামিল ছবি ‘সীতা রামম’ দিয়ে দক্ষিণে আত্মপ্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর। বলিউডে তাঁর শেষ অভিনীত ছবি 'জার্সি'। বিপরীতে ছিলেন শাহিদ কপূর (Shahid Kapoor)। ইন্ডাস্ট্রিতে প্রথম ছোটপর্দার হাত ধরেই পা রেখেছিলেন ম্রুণাল। এরপর মরাঠি ও তারপরে হিন্দি ছবি। বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি। আজ সোশ্য়াল মিডিয়ায় SVC : 54 ছবির মহরতের ছবি শেয়ার করে নিয়ে ম্রুণাল লেখেন, 'একটা দারুণ সফর শুরু করার এটা প্রথম ধাপ। শ্রী ভেঙ্কটেশস্বরা ক্রিয়েসনের সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে চলেছে। আর, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। শ্যুটিং শুরু হওয়ার অধীর অপেক্ষায়।
কঙ্গনা প্রযোজিত 'টিকু ওয়েডস শেরু' মুক্তি পাচ্ছে ওটিটিতে, প্রকাশ্যে ট্রেলার
মুক্তি পেল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) প্রযোজিত, নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও অভনীত কৌর (Avneet Kaur) 'টিকু ওয়েডস শেরু' (Tiku Weds Sheru)-র ট্রেলার। আর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন কঙ্গনা, নওয়াজুদ্দিন,অভনীত সহ অন্যান্য কলাকুশলীরাও। সাই কবির শ্রীবাস্তব (Sai Kabir Srivastav) এই ছবি মুক্তি পাবে ২৩ জুন। তবে বড়পর্দায় নয়, অ্যামাজন প্রাইম (Amazon Prime) ভিডিওতে। এই ছবি প্রযোজনা করেছেন কঙ্গনা রানাউতের সংস্থা মণিকর্ণিকা ফিল্মস (Manikarnika Films)। এই ছবির গল্পের ওঠাপড়া হয় দুটি চরিত্রকে ঘিরে। একজন জুনিয়র আর্টিস্ট ও একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে এমন মেয়ে। মুম্বইতে দুজনের লড়াই করছে দুজনের স্বপ্নকে খুঁজে পেতে। সেই সূত্রেই আলাপ আর তারপরে বিয়ে! কিন্তু এই জুটির মধ্যে কী হবে? প্রেম নাকি মজায় মোড়ানো সমীকরণ.. কী হবে তাঁদের সমীকরণ, সেই গল্প বলবে 'টিকু ওয়েডস শেরু'।