Top Entertainment News Today: এবার ওটিটিতে 'কেরালা স্টোরি'? অনুরাগীর সঙ্গে অবাক করা ব্যবহার তমন্নার, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: চলতি বছরের ৫ মে, প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদাহ্ শর্মা (Adah Sharma) অভিনীত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। এই বছর মুক্তি প্রাপ্ত ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি আয় যেমন করেছে এই ছবি, তেমনই বিপুল সমালোচনারও সম্মুখীন হয়েছে ছবিটি। বলাই বাহুল্য বহু দর্শক এই ছবির ওটিটি মুক্তির (OTT Release) অপেক্ষায় দিন গুনছেন। একাধিক বিনোদন প্রতিবেদন সূত্রে খবর, সঠিক বিশ্বাসযোগ্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম না পাওয়ায় এই ছবির ডিজিট্যাল ডেবিউ (digital debut) হতে এত সময় লাগছে। তবে ছবির ওটিটি মুক্তি নিয়ে সম্প্রতি মুখ খুললেন প্রযোজন বিপুল অম্রুতলাল শাহ (Vipul Amrutlal Shah)। পর্দার নায়ক নায়িকাদের চোখের সামনে দেখলে অনুরাগীরা যে উচ্ছ্বাসে ফেটে পড়বেন, এ আর নতুন কি! হামেশাই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে এমন সব ভিডিও, যেখানে দেখা যায় অনুরাগীদের উচ্ছ্বাস, উদ্দীপনার ছবি। কখনও কখনও নিয়ম ভাঙারও। ঠিক তেমনই একটি ছবি প্রকাশ্যে এল তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)-র একটি অনুষ্ঠান থেকে। প্রিয় অভিনেত্রীকে সামনে দেখে ব্যারিকেড ভেঙে ছুটে এলেন এক অনুরাগী। তারপরে? তমন্নার ব্যবহার কিন্তু মন জয় করে নিল সেই অনুরাগী ও নেটদুনিয়ার। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবির ঝলক প্রকাশ করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী
পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri) ও প্রযোজক অভিনেত্রী পল্লবী যোশী (Pallavi Joshi) তাঁদের পরবর্তী ছবি 'দ্য ভ্যাক্সিন ওয়ার' (The Vaccine War) নিয়ে বেশ উত্তেজিত এবং অবশ্যই এটিকে সফল করতে কোনও খামতি রাখতে চান না। পরিচালক নিজের সোশ্যাল মিডিয়ায় আগামী সিনেমার একাধিক ভিডিও ক্লিপ, ছবি শেয়ার করে চলেছেন অনুরাগীদের জন্য। ছবির কাজ কতদূর কী এগোল, সেই বিষয়ও আপডেট দিয়ে চলেছেন সময় সময়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন পরিচালক। জোর কদমে চলছে ছবির কাজ। তারই ঝলক প্রকাশ করেন বিবেক অগ্নিহোত্রী। এডিটিং স্টুডিও থেকে একটি আকর্ষণীয় মোশন ক্লিপ শেয়ার করেছেন পরিচালক। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে 'কান্তারা' খ্যাত অভিনেত্রী সপ্তমী গওডাকে (Sapthami Gowda)। 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবিতে অভিনেত্রীর প্রথম লুক প্রকাশ বলা যেতে পারে। 'কান্তারা' ছবিতে দেশিয় পোশাকের পর 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবিতে বৈজ্ঞানিকের চরিত্রে দেখা যাবে সপ্তমীকে।
বড়পর্দায় 'প্রধান' ছবির প্রস্তুতি নিচ্ছেন সৌমিতৃষা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। বাঙালির প্রিয় 'মিঠাই' (Mithai)। তবে এখন তাঁর কাঁধে গুরু দায়িত্ব। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে পা রাখতে চলেছেন বড়পর্দায়। শুধু কি তাই? প্রথম ছবিতেই তাঁকে দেখা যাবে তারকা অভিনেতা দেবের (Dev) বিপরীতে। কাজ চলছে 'প্রধান' (Pradhan) ছবির। তারই প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। পোস্ট করলেন ছবি। তিনি এখন আলোচনার কেন্দ্রে। দেবের 'প্রধান' হয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'য়ের কাজ শেষ হতেই লেগে পড়েছেন প্রথম ছবির কাজে। রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। গোলাপী টিশার্ট, বেইজ রঙা প্যান্ট। প্রথম ছবি দেখে মনে হচ্ছে তিনি মেকআপের জন্য বসেছেন। পরের ছবিতে বসে রয়েছেন সোফায়। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ত্যাগ খানিকটা বিনিয়োগের মতো! প্রস্তুতি নিচ্ছি 'প্রধান' ছবি জন্য।'
হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত অভিনেতা-পত্নী
বিনোদন জগতে (Entertainment Industry) শোকের ছায়া। প্রয়াত কন্নড় অভিনেতা (Kannad Actor) বিজয় রাঘবেন্দ্রর (Vijay Raghavendra) স্ত্রী স্পন্দনা রাঘবেন্দ্র (Spandana Raghavendra Death)। তারকা পত্নীর আকস্মিক মৃত্যুতে সকলেই স্তম্ভিত। জানা গেছে, পরিবারের সঙ্গে ব্যাঙ্ককে (Bangkok) থাকাকালীন হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৪১-এর কাছাকাছি। ব্যাঙ্ককে পরিবারের সঙ্গে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কন্নড় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রর স্ত্রীয়ের। সূত্রের খবর, তিনি কেনাকাটা করতে বেরিয়েছিলেন। সেই সময়েই হঠাৎ শরীর খারাপ লাগতে থাকে তাঁর এবং বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষরক্ষা হয়নি। সূত্রের আরও খবর, স্পন্দনার নিম্ন রক্তচাপ হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। তাঁর মৃত্যুর খবর যে শুধু পরিবার পরিজনকেই ধাক্কা দিয়েছে তাইই নয়, বিনোদন দুনিয়াতেও ফেলেছে শোকের ছায়া।
নিরাপত্তা ভেঙে ছুটে এসে তমন্নার হাত ধরলেন এক অনুরাগী
পর্দার নায়ক নায়িকাদের চোখের সামনে দেখলে অনুরাগীরা যে উচ্ছ্বাসে ফেটে পড়বেন, এ আর নতুন কি! হামেশাই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে এমন সব ভিডিও, যেখানে দেখা যায় অনুরাগীদের উচ্ছ্বাস, উদ্দীপনার ছবি। কখনও কখনও নিয়ম ভাঙারও। ঠিক তেমনই একটি ছবি প্রকাশ্যে এল তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)-র একটি অনুষ্ঠান থেকে। প্রিয় অভিনেত্রীকে সামনে দেখে ব্যারিকেড ভেঙে ছুটে এলেন এক অনুরাগী। তারপরে? তমন্নার ব্যবহার কিন্তু মন জয় করে নিল সেই অনুরাগী ও নেটদুনিয়ার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি সবুজরঙা শাড়ি পরে একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে নেমে আসছেন তমন্না। অনুরাগীদের দিকে হাত নাড়তে নাড়তে দিব্যি এগিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। হঠাৎ পুলিশি প্রহরা, ব্যারিকেড ভেঙে ছুটে এগিয়ে এসে তমন্নার হাত ধরেন এক যুবক। আসলে তমন্নার সঙ্গে করমর্দন করাই ছিল তাঁর উদ্দেশ্য। তবে সঙ্গে সঙ্গে সেই যুবককে টেনে নিয়ে যান পুলিশ। ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের আটকান তমন্না, জানতে চান আসলে ঠিক কী চাইছেন ওই অনুরাগী। এরপরে ব্যারিকেডের মধ্যে থেকেই ওই যুবক করমর্দন করেন তমন্নার সঙ্গে। সেলফির আবদার জানালে, তাতেও রাজি হন তমন্না। নিরাপত্তারক্ষীরা এরপরে ছেড়ে দেয় ওই যুবককে। তমন্নার সঙ্গে সেলফি তোলেন তিনি। হেসে পোজও দেন তমন্না। এরপরে এগিয়ে যান। অন্যদিকে সেই অনুরাগীর উচ্ছ্বাস তখন দেখে কে! তাঁর যেন স্বপ্নপূরণ।
বক্সঅফিসে রকি-রানির ম্যাজিক
রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই। ১০ দিনের শেষে ট্রেড অ্যানালিস্টদের (trade analyst) প্রাথমিক হিসেব বলছে দেশের মাটিতেই এই ছবি ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। ৯ দিনের শেষে এই ছবি মোট আয় করেছে ৯২ কোটি টাকা। নিঃসন্দেহে বলিউডের জন্য সুখবর। কিন্তু সমীক্ষা বলছে কর্ণ জোহরের ছবির এই সাফল্য বেশিদিন নাও টিকতে পারে, কারণ মনে করা হচ্ছে ১২০ থেকে ১৩০ কোটির বেশি আয় করতে পারবে না ছবিটি! ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট কর্ণ তৌরানি সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'রণবীর-আলিয়ার 'রকি অউর রানি' প্রচণ্ডভাবে একটি বলিউড ছবি, এমন ছবি যা প্রায় প্রত্যেকেই কমবেশি দেখে ফেলেছে এবং সকলেই জানেন শেষ পর্যন্ত কী হতে চলেছে। ফলে এই সময় দাঁড়িয়ে ১০০ কোটির গণ্ডি ছোঁয়াটা আশা করা যায়, কিন্তু লাইফটাইম কালেকশনে ১২০ থেকে ১৩০ কোটির গণ্ডি পারের আশা করা হয়তো উচিত না।' 'পাঠান' ছবির মতো অন্যান্য বড় ছবির সঙ্গে এই সংখ্যার তুলনা কীভাবে হয়? তাঁর কথায়, 'এগুলি খুবই আলাদা ধরনের ছবি, এবং 'রকি অউর রানি' সেই ঘরানার ধারেকাছেও পড়ে না। এমনকী কোভিড পূর্ববর্তী সময়েও, এই ধরনের ছবি হয়তো খুব বেশি হলে ২৫০ কোটির থেকে খানিক বেশি আয় করত এবং এখন যে পরিমাণ আয় হয়েছে তাতে অবাক হওয়ার কিছু হয়নি।'
এবার OTT-তে আসছে 'দ্য কেরালা স্টোরি'?
চলতি বছরের ৫ মে, প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদাহ্ শর্মা (Adah Sharma) অভিনীত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। এই বছর মুক্তি প্রাপ্ত ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি আয় যেমন করেছে এই ছবি, তেমনই বিপুল সমালোচনারও সম্মুখীন হয়েছে ছবিটি। বলাই বাহুল্য বহু দর্শক এই ছবির ওটিটি মুক্তির (OTT Release) অপেক্ষায় দিন গুনছেন। একাধিক বিনোদন প্রতিবেদন সূত্রে খবর, সঠিক বিশ্বাসযোগ্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম না পাওয়ায় এই ছবির ডিজিট্যাল ডেবিউ (digital debut) হতে এত সময় লাগছে। তবে ছবির ওটিটি মুক্তি নিয়ে সম্প্রতি মুখ খুললেন প্রযোজন বিপুল অম্রুতলাল শাহ (Vipul Amrutlal Shah)। সম্প্রতি 'দ্য কেরালা স্টোরি' প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ এই ছবির ওটিটি মুক্তি প্রসঙ্গে মুখ খুললেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'দ্য কেরালা স্টোরি ভীষণই স্পেশাল একটি ছবি। ইন্ডাস্ট্রির একাধিক প্রথা ভেঙেছে এই ছবি। ফলে যে পর্যন্ত ওটিটি রিলিজের প্রসঙ্গ আসছে, আমরা সাধারণের বাইরে কিছু করতে চাইছি। তাই খালি আরও খানিকটা সময় দিন, আমরা আপনাদের অবাক করা খবর দিতে পারব, এরকমটাই মনে হচ্ছে আমাদের।'