Shah Rukh Khan: বিশ্বের সর্বোচ্চ ধনী অভিনেতাদের তালিকায় চতুর্থ স্থানে শাহরুখ, শীর্ষে কে?
Bollywood Celebrity Upates: সম্প্রতি একটি তালিকা প্রকাশ হয়েছে। যে তালিকায় নাম রয়েছে বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের। সেই তালিকায় চতুর্থ নম্বরে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান।
মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তা শুধুমাক্র বলিউড কিংবা দেশেই গণ্ডীবদ্ধ নেই। বরং, দেশ পেরিয়ে তাঁর জনপ্রিয়তা ব্য়াপক মাত্রায় রয়েছে বিদেশে। আরও ভালো করে বললে, কিং খানের অনুরাগীরা রয়েছে বিশ্বের নানা প্রান্তে। সম্প্রতি একটি তালিকা প্রকাশ হয়েছে। যে তালিকায় নাম রয়েছে বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের। সেই তালিকায় চতুর্থ নম্বরে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। শীর্ষস্থানে কে রয়েছেন? তালিকায় জায়গাই বা হল কার কার?
">
বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকা প্রকাশ-
সম্প্রতি একটি তালিকায় প্রকাশিত হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের। বলিউডের বাদশা তাঁর জনপ্রিয়তা এবং সম্পত্তির পরিমাণে হিসেবে সেই তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, সেই তালিকায় শাহরুখ খানই একমাত্র তারকা, যিনি জায়গা পেয়েছেন। সম্পত্তির পরিমাণে চতুর্থ স্থানে রয়েছেন কিং খান। আর তালিকার একেবারে শীর্ষে রয়েছেন জেরি শ্যেনফিল্ড। তাঁর সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন ডলার। ৮০০ মিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন টাইলার পেরি। তাঁর সম্পত্তির পরিমাণেও ১ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন ডোয়েন জনসন। চতুর্থ স্থানে শাহরুখ খান। তাঁর সম্পত্তির পরিমাণ ৭৭০ মলিয়ন ডলার। অভিনেতা এই তালিকায় পিছনে ফেলে দিয়েছেন, টম ক্রুজ, জ্যাকি চ্যান, জর্জ ক্লুনি ও আরও অনেককে।
">
আরও পড়ুন - Jeet: স্ত্রী-কন্যাকে নিয়ে ইউরোপ ভ্রমণ জিতের, দেখুন ছবিগুলো