Top Social Post: ফেলে আসা সম্পর্ক নিয়ে মনখারাপ নবনীতার? ছোটদের স্কুলে হাজির হয়ে অন্য মেজাজে দেব
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে।
কলকাতা: এবার পুজোটা একটু অন্যরকম কাটবে অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)-এর। কাজের চাপ তো রয়েছেই.. কিন্তু অভিনেত্রীকে কি পিছু টানছে তাঁর ফেলে আসা সংসার? তিনি যে জিতু কমলের (Jeetu Kamal) থেকে আলাদা রয়েছেন, সেই কথা নিজেই জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে... তাঁর সদ্য দেওয়া স্টেটাস বলছে অন্য কথা!
সদ্য ইনস্টাগ্রামে দুটি স্টেটাস শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে প্রথমে দেখা যাচ্ছে, জিতুর বাবা-মায়ের সঙ্গে নবনীতার একটি সেলফি। অপর ছবিতে রয়েছেন তাঁরা চারজনই। জিতু-নবনীতা ও জিতুর বাবা-মা। সেই স্টেটাস শেয়ার করে নবনীতা লিখেছেন, 'তোমাদের সঙ্গে এইবছর আর পুজো কাটানো হবে না।' তবে কী ফেলে আসা সংসার, শ্বশুর-শাশুড়িকে কি মনে পড়ছে নবনীতার? তিনি অবশ্য মুখ খোলেননি এবিষয়ে।
উল্লেখ্য়, জিতুর সঙ্গে সম্পর্কে সমস্যার পর থেকেই শিরোনামে থাকেন নবনীতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানার ঘোষণা করেছিলেন নবনীতা। এবিষয়ে জিতু অবশ্য মন্তব্য করেননি কোনও। নবনীতাই জানিয়েছেন, আপাতত তাঁরা আলাদা থাকছেন, সময় পেরোলে নিয়মমাফিক আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জিতু। একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি এবিষয়ে মুখ খুলতে নারাজ থেকেছেন। জানিয়েছেন, নবনীতা সম্পর্কে কোনও খারাপ কথা তিনি বলবেন না এমনকি কোনও অভিযোগও করবেন না।
অন্য়দিকে, যাদবপুর বাঘাযতীন স্কুলে হঠাৎ হাজির দেব! প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ল ছাত্রছাত্রীরা। নাচে, গানে জমজমাট অনুষ্ঠান, সঙ্গে মিশে রইল আবেগও। ছোটদের সঙ্গে মিশে গিয়ে যেন ফের একবার মন কাড়লেন দেব!
আরও পড়ুন...
সামনেই মুক্তি পাবে দেব অভিনীত ছবি 'বাঘাযতীন' (Baghajatin)। আগামী ১৯ তারিখ প্রেক্ষাগৃহে আসবে অরুণ রায় (Arun Roy) পরিচালিত এই ছবি। আর এই ছবির প্রচারে, নতুন গান 'জাগো রে বাঘা' (Jago Re Bagha) নিয়ে ছোটদের স্কুলে হাজির হলেন দেব। যেহেতু বাঘাযতীন ইতিহাস থেকে উঠে আসা একটি চরিত্র, সেই কারণে দেব চাইছেন এই ছবির বার্তা যাতে সবার কাছে পৌঁছে যায়। দেব বারে বারেই বলেছেন, ইতিহাসে এই সমস্ত চরিত্রদের কথা আরও বেশি করে থাকা উচিত। মানুষের জানা উচিত এই মানুষগুলোর বীরত্বের কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন