Top Entertainment News: যুদ্ধবিদ্ধস্ত ইজরায়েলে গিয়ে বিপাকে নুসরত ভারুচা! এয়ার ফোর্স দিবসে প্রকাশ্য়ে 'তেজস'-এর ট্রেলার, বিনোদনের সারাদিন
Today Entertainment News: যুদ্ধবিদ্ধস্ত ইজরায়েলে গিয়ে বিপাকে নুসরত ভারুচা! ঠিক কী ঘটেছিল? অন্য়দিকে, বায়ুসেনার পাইলট হিসেবে দুধর্ষ যোদ্ধা কঙ্গনা, এয়ার ফোর্স দিবসে প্রকাশ্য়ে 'তেজস'-এর ট্রেলার।
কলকাতা: যুদ্ধবিদ্ধস্ত ইজরায়েলে বিপাকে বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)! হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী, আর হঠাৎ ইজরায়েলের তরফে যুদ্ধ ঘোষণা হওয়া সেখানেই আটকে পড়েন তিনি। এমনকি অভিনেত্রীর ফোনও বন্ধ ছিল। যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে। অবশেষে চিন্তার মেঘ কাটিয়ে অভিনেত্রীর সহকারী জানিয়েছেন, ভারতে ফিরছেন তিনি।
সূত্রের খবর, ৩৯তম হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিতে ইজরায়েলে গিয়েছিলেন নুসরত। প্যালেস্টাইনের (Palestine) জঙ্গি গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলকে (Israel) লক্ষ্য করে ২০ মিনিটে পর পর রকেট (Rocket) হামলায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। হামাস বাহিনীর হামলাতে প্রাণহানির সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। গাজা (Gaza) ভূখণ্ড নিয়ে ফের দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। নুসরত ইজরায়েল যাওয়ার আগে কল্পনাও করতে পারেননি, তাঁকে এই পরিস্থিতিতে পড়তে হবে।
অন্য়দিকে, গাঁধী জয়ন্তীতে (Gandhi Jayanti) প্রকাশ্যে এল ছবির টিজার। আর আজ এয়ার ফোর্স (Air Force) দিবসে প্রকাশ্য়ে এল 'তেজস'(Tejas)-এর ট্রেলার। কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) অভিনয় ক্ষমতা বারবার প্রশংসিত হয়েছে। 'তেজস' ছবির ট্রেলার প্রকাশের পরও তার অন্যথা হল না। ২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত বায়ুসেনার পাইলট হিসেবে দুধর্ষ যোদ্ধা হিসেবে সমস্ত লামইলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন কঙ্গনা রানাউত। স্বল্প পরিসরে নজর কেড়েছেন আশীষ বিদ্য়ার্থীও।
আরও পড়ুন...
চোখ রাখব বাংলার খবরে। বাংলা ছবিতে যে এই প্রথমবার গান গাইছেন নন্দী সিস্টার্স (Nandi Sisters).. এই খবর ইতিমধ্যেই সবার জানা। তবে তা কি গান.. সেটা মুক্তির আগে পর্যন্ত প্রকাশ্যে আনেনি উইন্ডোজ প্রযোজনা সংস্থা (Windows Production House)। পুজোর আগে, পুজোর গন্ধ মেখে মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালিত ছবি রক্তবীজ (Roktobeej)-এর নতুন গান, 'নাক্কু-নাকুড়, না যাও ঠাকুর'।
অন্য়দিকে, শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি 'মিশন রানিগঞ্জ'। অক্ষয়ের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। ছবি নিয়ে শুরু থেকে চড়ছিল উন্মাদনার পারদ। তবে ছবিটি মুক্তির পর তা সমালোচক মহলে প্রশংসিত হলেও দর্শক টানতে ব্য়র্থ হল। অন্তত বক্সঅফিস কালেকশান এমনটাই বলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন