Top Social Post: ক্যাটরিনার জন্মদিনে ভিকির আদুরে পোস্ট, ব্যোমকেশ অনির্বাণের প্রথম লুক, আজকের সোশ্যালে সেরা
Top Social Post Update: টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
কলকাতা: বর্তমানে প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় সোশ্যাল মিডিয়াকে (Social Media)। ছবির টিজার, ট্রেলার থেকে শুরু করে ছবির প্রস্তুতি বা ক্যামেরার পিছনের খুঁটিনাটি, এ সব কিছুরই ঝলক মেলে সোশ্য়াল মিডিয়ায়। অন্যদিকে আবার, দিনভর সোশ্যাল মিডিয়ায় নিজেদের টুকরো টুকরো জীবনযাপনও ভাগ করে নিতে ভালবাসেন তারকারা। তা সে টলিউড হোক বা বলিউড... কেমন করে কাটছে ছুটির দিন, অথবা কোন দিনটায় ডায়েট ভুলে লোভনীয় খাবারে মজছেন তাঁরা, এই সবই তাঁরা ভাগ করে নিতে চান অনুরাগীদের সঙ্গে। প্রতিদিন, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ হোক বা প্রিয় মানুষের জন্মদিন উদযাপনের মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
ক্যাটরিনার জন্মদিনে আদুরে লেখা ভিকির
সকাল থেকেই অপেক্ষা করেছিলেন অনুরাগীরা। প্রিয় মানুষকে জন্মদিনে কী শুভেচ্ছা জানালেন তিনি, তা দেখার অপেক্ষায় ছিল গোটা দুনিয়া। অবশেষে, রাতের দিনে সোশ্যাল মিডিয়ায় যুগলের ছবি পোস্ট করলেন তিনি। সমুদ্র সৈকতে একে অপরের বাহুলগ্না হয়ে দাঁড়িয়ে ক্যাটরিনা কইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় আর সমুদ্রতীরে ক্যাটরিনার সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন ভিকি। গতকাল অর্থাৎ শনিবারই হাতে হাত রেখে শহর ছেড়েছিলেন ভিক্যাট। বিমানবন্দরে ক্যামেরাবন্দিও হয়েছিলেন তাঁরা। আর আজ, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। কাঁচা হলুদ রঙের পোশাকে, খোলা চুলে হাসিতে উচ্ছ্বসিত ক্যাটরিনা। সাদা শার্টে ক্যাটরিনাকে আগলে রয়েছেন ভিকি। লিখেছেন, 'তোমার ম্যাজিকের মায়ায় আমি প্রতিদিন পড়ি। শুভ জন্মদিন আমার ভালবাসা।' সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে শুভেচ্ছা আর ভালবাসা উপচে দিয়েছেন সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা। মুম্বইয়ের বাইরে ভিকি ও ক্যাটরিনা কাটাচ্ছেন তাঁদের বিশেষ দিনটা।
View this post on Instagram
ব্যোমকেশ যখন প্রেমিক
দুই ব্যোমকেশ যেন কড়া টক্কর দিচ্ছে একে অপরকে। এক ব্যোমকেশের টিজার মুক্তি তো অন্য ব্যোমকেশের মোশন পোস্টার। একদিকে প্রি-টিজার তো অন্যদিকে পোস্টার। বড়পর্দা আর ওয়েব সিরিজে ব্যোমকেশের মুক্তির দিনও এক। শুক্রবার মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত, দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) অভিনীত 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির টিজার। আর আজ, মুক্তি পেল 'দূর্গরহস্য' ওয়েব সিরিজে অনির্বাণ ভট্টাচার্য্য ( Anirban Bhattacharyya) ও সোহিনী সরকার (Sohini Sarkar)-এর প্রথম লুক। যদিও এর আগে অনির্বাণকে ব্যোমকেশ হিসেবে দেখেছেন দর্শক। 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনির্বাণের ব্যোমকেশ। শেষ মুক্তি পাওয়া 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'-এ অভিনয়ের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরেরও দায়িত্ব পালন করেছেন অনির্বাণ। তবে এই সিরিজ প্রথমবার পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সেই সিরিজ ও বড়পর্দার ব্যোমকেশ মুক্তি পাচ্ছে একই দিনে। আজ মুক্তি পেল ওয়েব সিরিজে ব্যোমকেশ ও সত্যবতীর প্রথম লুক। প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর পক্ষ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই সিরিজের লুক। তবে রহস্য নয়, সত্যন্বেষণ নয়। ব্যোমকেশ প্রথম লুকে একেবারে প্রেমিক। সত্যবতীর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে তাঁকে দেখিয়ে দিচ্ছেন দূরের দিকে কিছু। ছবিতে স্পষ্ট হয়ে যায়, সত্যবতী অন্তঃসত্ত্বা। তাঁকে আগলে রয়েছেন ব্যোমকেশ। তাঁর পোশাকে সিঁদুরের দাগ।
View this post on Instagram
আরও পড়ুন: Bengali Serial: একই চ্যানেলে জোড়া ধারাবাহিক বিক্রমের, 'ইচ্ছেনদী'-র পরে ফিরছে 'ফাগুন বউ'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন