Trina-Neel: 'বাংলা গান যে কোথায় নামছে...', তৃণা-নীলের 'আইটেম সং' শুনে কটাক্ষের ঝড়
'Sentimentaaal' Song: ছবি মুক্তি যখন দোরগোড়ায় তখন থেকে নিজেদের প্রথম আইটেম গানের প্রচার করতে থাকেন তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। প্রথমে পোস্টার, টিজার, এরপর গানের শ্যুটিংয়ের অংশ শেয়ার করেন।
কলকাতা: ১৯ জানুয়ারি মুক্তি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাবা যাদব (Baba Yadav) পরিচালিত যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) ও নুসরত জাহান (Nusrat Jahan) অভিনীত 'সেন্টিমেন্টাল' (Sentimentaaal)। মুক্তি দিন দুয়েক আগে বদলানো হয় ছবির নাম। সূত্রের খবর, সেন্সর বোর্ডের আপত্তিতেই 'মেন্টাল' থেকে নাম বদলে 'সেন্টিমেন্টাল' করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। এখন নেটিজেনদের অন্যতম চর্চার বিষয় এই ছবির আইটেম গান, 'সোডা সং' (Soda Song)। নীল-তৃণা অভিনীত এই গানের পোস্টে কটাক্ষের ঝড়।
নীল-তৃণার আইটেম গানে কটাক্ষের ঝড়
ছবি মুক্তি যখন দোরগোড়ায় তখন থেকে নিজেদের প্রথম আইটেম গানের প্রচার করতে থাকেন তৃণা সাহা (Trina Saha) ও নীল ভট্টাচার্য (Neel Bhattacharyya)। প্রথমে পোস্টার, টিজার, এরপর গানের শ্যুটিংয়ের অংশ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর প্রত্যেক পোস্টেই কটাক্ষ ধেয়ে আসে। এই গানের একটি বিশেষ শব্দে অনেকেরই আপত্তি রয়েছে। অনেকেই সেই শব্দের মধ্যে কুকথার ছোঁয়া পেয়েছেন। এই শব্দের ব্যবহারে যে কোনও গান তৈরি হতে পারে তা তারা ভাবতেই পারেননি বলেও জানান কমেন্টে।
তৃণার একটি পোস্টের কমেন্টে এক অনুরাগী লেখেন, 'ভাগ্যিস হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, রাহুল দেব বর্মন, লতা মঙ্গেশকর এঁরা সবাই মারা গেছেন... নাহলে এগুলো আরও বেদনাদায়ক হতো।' আবার কেউ লেখেন, 'ইশ! এত্ত বড় বড় সেলিব্রিটি হয়ে এইসব গান প্রচার করতে এঁদের রুচিতে বাধে না সেটাই ভাবছি...।' কেউ লিখলেন, 'বাংলা গান যে কোথায় নামছে দিন দিন... ছিঃ।' আবার একজন লেখেন, 'বাংলাকে কোন জায়গায় নিয়ে গেছে!' তবে একইসঙ্গে বাস্তব জীবনের এই জুটিকে আইটেম গানে 'দারুণ মানিয়েছে' সেই কথাও কমেন্টে জানিয়েছেন অনেকে।
View this post on Instagram
প্রসঙ্গত, ৮ জানুয়ারি, নুসরতের জন্মদিনে তিনি নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবির ট্রেলার অনুরাগীদের জন্য 'রিটার্ন গিফট' হিসেবে প্রকাশ্যে আনেন। এই ছবির হাত ধরে বেশ অনেকদিন পর বাংলায় কাজ করলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। ট্রেলারে রুদ্রাণি চট্টোপাধ্যায়ের চরিত্রে তাক লাগিয়েছিলেন তিনি। কুখ্যাত রাজনীতিকের চরিত্রে তাঁর তীক্ষ্ণ চাহনি বেশ নজর কেড়েছিল। এবার বক্স অফিসে কেমন ব্যবসা করে এই ছবি সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।